পূর্ব মেদিনীপুর: স্বামীর ‘কুনজর’ পড়েছে কর্মক্ষেত্রেই অন্য মহিলার ওপর। স্ত্রী গোটা বিষয়টি জানতেন। এমনকি স্ত্রীর মদতেই সেই মহিলাকে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ইটভাটার মহিলা শ্রমিককে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ভাটা মালিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মহিলা শ্রমিককে ধর্ষণের জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের স্ত্রীর বিরুদ্ধেও। পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের ঘটনা। বুধবার এ ব্যাপারে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তারপরই নড়েচড়ে বসেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত দম্পতিকে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষার পর গোপন জবানবন্দি গ্রহণের জন্য আদালতে তোলা হবে নির্যাতিতাকে। বিচারক ধৃত দম্পতির জামিন নাকচ করে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশের কাছে নির্যাতিতা দাবি করেছেন, টাকার প্রলোভন দিয়ে বিগত ৬ মাস ধরে ধর্ষণ করতেন অভিযুক্ত ভাটা মালিক। আর সেই ঘটনা বার বার জানিয়েও কোনও লাভ হয়নি স্ত্রীকে। স্বামীকে উল্টে এই কাজ করতে বাধ্য করেছেন তিনিও। যদিও এদিন আদালতে স্ত্রী জামিন মঞ্জুর করেছে কাঁথি আদালত। কিন্তু অভিযুক্ত এখন জেল হেফাজতে। অভিযুক্তের স্ত্রী এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। অভিযুক্ত জেল হেফাজতে থাকায়, তাঁর প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই ইট ভাটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর ঘৃণ্য কাজে এইভাবে স্ত্রীর মদত দেওয়ার বিষয়টিও যথেষ্ট ব্যতিক্রমী, বলছেন তদন্তকারীরাও।