TMC vs BJP: চাষ ‘বন্ধ’ করেছে TMC, BJP অভিযোগ তুলতেই সেই জমিতেই ট্রাক্টর নিয়ে চাষ খোদ তৃণমূল জেলা সভাপতির
TMC vs BJP: দিন কয়েক আগেও যারা চাষ বন্ধের অভিযোগ করেছিলেন এদিন সেই সব জমির মালিকরা জানালেন, বিজেপি থেকেই অপপ্রচার করেছিল। তাঁদের জমিতে চাষ বন্ধের কথা কেউ বলেনি। এদের মধ্যে আবার অনেকে বিজেপিও করতেন।
তুফানগঞ্জ: বিজেপি করার অপরাধে তুফানগঞ্জে কয়েকটি পরিবারের জমিতে হাল চাষ বন্ধের অভিযোগ উঠেছিল। অভিযোগ, দলীয় প্যাডে চাষ বন্ধের নিদান দিয়েছিল স্থানীয় শাসক দলের নেতা। এই অভিযোগ করেছিলেন বিজেপির নেতারা। খবর সামনে আসতেই পড়ে গিয়েছিল শোরগোল। এদিন সেই সব বন্ধ থাকা জমির চাষ শুরু করলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। নিজেই চালালেন ট্রাক্টর।
দিন কয়েক আগেও যারা চাষ বন্ধের অভিযোগ করেছিলেন এদিন সেই সব জমির মালিকরা জানালেন, বিজেপি থেকেই অপপ্রচার করেছিল। তাঁদের জমিতে চাষ বন্ধের কথা কেউ বলেনি। এদের মধ্যে আবার অনেকে বিজেপিও করতেন। কিন্তু, তৃণমূল খেলা ঘোরাতেও অনেকে আবার দলবদলও শুরু করে দিয়েছেন। চাষ শুরু হওয়ায় কেউ কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। তাঁরা জানাচ্ছেন, আগে বিজেপি করতেন তবে এখন আর বিজেপি করে লাভ নেই বলে মনে করছেন। তাই তৃণমূলে যোগ।
তৃণমূলেরও দাবি, সবটাই বিজেপির অপ্রচার। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছিল বলে মনে করচেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি তো স্পষ্ট বলছেন, প্যাড চাপিয়ে বিজেপি এসব করেছে।
যদিও বিজেপি নেতা উৎপল দাস বলছেন, “এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ। বিষয়টা আসলে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো ব্য়াপার। চোর আসলে নিজেই ধরা দিল। ওরা যদি চাষ বন্ধ না করে থাকে তাহলে কী উদ্দেশ্যে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে চাষ করল?”