AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Exam: সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়েই অজ্ঞান উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী, পেট থেকে বেরল বিষ

Coochbehar: স্কুল সূত্রে খবর, এবার তাঁর পরীক্ষা কেন্দ্র পড়েছে জামালদহ তুলসী দেবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সমস্ত রকমের সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল।

HS Exam: সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্র হাতে নিয়েই অজ্ঞান উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী, পেট থেকে বেরল বিষ
অসুস্থ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 25, 2023 | 2:46 PM
Share

কোচবিহার: চলছে উচ্চ-মাধ্যমিক। আজ ছিল সংস্কৃত পরীক্ষা। সেই মতো পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছিল সকল পরীক্ষার্থী। পরীক্ষা শুরুও হয়েছিল। কিন্তু তখনই ঘটল বিপত্তি। আচমকা বেহুঁশ হয়ে পড়ল এক পড়ল এক পরীক্ষার্থী। এরপর চিকিৎসক দেখতেই তাজ্জব হলেন। জানালেন, ওই ছাত্রী বিষ পান করেছে। স্কুল ও স্থানীয় সূত্রে খবর সোলমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের সেই পরীক্ষার্থী নাম হিমানী রায়।

স্কুল সূত্রে খবর, এবার তাঁর পরীক্ষা কেন্দ্র পড়েছে জামালদহ তুলসী দেবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সমস্ত রকমের সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। আর্থিক তখনই হিমানির এই অবস্থায় রীতিমতো বিপদে পড়ে গিয়েছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই পরীক্ষার্থীর বিষ পান করে নিয়েছে। তবে কীভাবে, বা কেন বিষ পান করল ওই পরীক্ষার্থী তা এখনো প্রত্যেকের অজানা। শেষ পাওয়া খবর অনুযায়ী (দুপুর ১টা) জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ওই পরীক্ষার্থী। যা ঘিরে রীতিমতো এক ভিন্ন বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে এলাকা জুড়ে। বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী পদ্মার জানান ,”হটাৎ অসুস্থ হয়ে পড়েছে ছাত্রীটি। বমি করছিল। স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর তাঁকে জলপাইগুড়ি পাঠানো হচ্ছে।”