CM Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে প্রশাসনিক সভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা?

পাঁচ দিনের সফরে একাধিক জেলায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার কোচবিহারে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে একাধিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজবংশী ভাষায় পঠনপাঠনের ঘোষণাও মুখ্যমন্ত্রী করতে পারেন বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

CM Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে প্রশাসনিক সভা থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা?
মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2024 | 6:10 AM

কোচবিহার: উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু হবে তাঁর কর্মসূচি। পাঁচ দিনের সফরের জন্য রবিবার দুপুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশে রওনা দেন মমতা। হাসিমারা বায়ুসেনার ছাউনি থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী আসেন কোচবিহারে। সন্ধ্যা ৭টা নাগাদ কোচবিহারে সার্কিট হাউসে পৌঁছে যান তিনি। সে সময় তাঁকে ঘিরে সাধারণ মানুষ এবং তৃণমূলকর্মীদের উচ্ছ্বাস ছিল নজরকাড়া। শীতের সন্ধ্যাতেও রাস্তার দুধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে অভর্থ্যনা জানাতে। সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

পাঁচ দিনের সফরে একাধিক জেলায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার কোচবিহারে প্রথমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখান থেকে একাধিক ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজবংশী ভাষায় পঠনপাঠনের ঘোষণাও মুখ্যমন্ত্রী করতে পারেন বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এর পর মালদহ, মুর্শিদাবাদের কর্মসূচি সেরে কৃষ্ণনগের যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী পৌঁছনোর পর কোচবিহারের জেলা নেতৃত্বকে নিয়ে রবিবার সন্ধ্যায় বৈঠক করেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে পৌঁছে যাবার পর স্টেশন চৈপথি সংলগ্ন কার্যালয়ে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষ সহ জেলার নেতাদের সঙ্গে একান্তে বৈঠক করেন তিনি।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফর করবেন তখন উত্তরবঙ্গেই চলবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি। সোমবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ন্যায় যাত্রা বের হবে। ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে কোনও মন্তব্য না করলেও বাংলায় কংগ্রেসকে আসন ছাড়তে মমতা যে খুব ইচ্ছুক নন, তা আগেই বুঝিয়ে দিয়েছেন নিজের কথায়। নীতীশ কুমারের ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে যাওয়া নিয়েও এ দিন কোনও মন্তব্য করেননি তিনি।