Murder: রক্ত ভাসছে ঘর, মেঝেতে পড়ে বৌদির নিথর দেহ, পুলিশ তুলে নিয়ে গেল দেওরকে
Murder: খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খিতাবের কুঠি এলাকায়। কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে রবিদাসদের বাড়িতে। তাঁদের মধ্যে অনেকেরই দাবি বৌদিকে খুন করেছে দিলীপই। কিন্তু, খুনের কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
দিনহাটা: বৌদিকে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা দিনহাটায়। শেষে পুলিশের হাতে ধরাও পড়ে যায় অভিযুক্ত। দিনহাটা ২ নং ব্লকের খিতাবের কুঠিতে থাকতেন সুখী রবিদাস। তাঁকেই খুনের অভিযোগ উঠেছে দিলীপ রবিদাস নামে এক যুবকের বিরুদ্ধে। দিলীপের জ্যাঠতুতো দাদার বউ সুখী। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরবেলা ঘটে ঘটনাটি। ঘরের মেঝে থেকে উদ্ধার হয় সুখীর রক্তাক্ত দেহ। পাশেই একটি ধারাল অস্ত্রও পড়েছিল।
খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খিতাবের কুঠি এলাকায়। কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে রবিদাসদের বাড়িতে। তাঁদের মধ্যে অনেকেরই দাবি বৌদিকে খুন করেছে দিলীপই। কিন্তু, খুনের কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর যায় পুলিশের কাছেও। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় সাহেবগঞ্জ থানার পুলিশ। সুখীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গ্রেফতার করা হয়েছে দিলীপই। চলছে জিজ্ঞাসাবাদ।
কিন্তু, কেন খুন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দিলীপকে জিজ্ঞাসাবাদ করে এখন নতুন কী তথ্য উঠে আসে সেদিকে নজর রয়েছে সকলের। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এর পিছনে পারিবারিক কোন্দল থাকতে পারে। একইসঙ্গে সম্পর্কঘটিত জটিলতার কথাও এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত ঘটনা কোনদিকে মোড় নেয় সে দিকে নজর এলাকার লোকজনের।