AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোচবিহারে বিজেপি নেতাকে ‘গুলি’, অল্পের জন্য রক্ষা!

জেলার সভানেত্রী মালতির রাভার কাছে বিষয়টি জানান তিনি। তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

কোচবিহারে বিজেপি নেতাকে 'গুলি', অল্পের জন্য রক্ষা!
অভিজিৎ বর্মনের গাড়িটি। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 25, 2020 | 1:21 PM
Share

কোচবিহার: কোচবিহার (Cooch beher) জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিজেপি নেতা অভিজিৎ বর্মনকে লক্ষ্য করে ‘গুলি’। অভিযোগের তির তৃণমূলের দিকে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

অভিজিৎ বর্মন জানান, মাথাভাঙা শহরের বোচা গাড়িতে বিজেপি দলীয় কর্মীর উপর আক্রমণের হয়। তাঁদের দেখে ফিরছিলেন তিনি। অভিযোগ, ফেরার পথে মাথাভাঙা থানা থেকে বেরনোর পর আব্বাসউদ্দিন সেতু লাগোয়া কয়েকজন দুষ্কৃতী গুলি করে।

আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব’, আচমকাই ‘ব্যতিক্রমী সুর’ দিলীপের গলায়

গুলিটি গাড়ির পিছনে লেগে বেরিয়ে যায়। জেলার সভানেত্রী মালতির রাভার কাছে বিষয়টি জানান তিনি। তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।এ ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকে এখনও উত্তেজনা রয়েছে মাথাভাঙা এলাকায়।  এপ্রসঙ্গে বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “অভিজিৎ বর্মনের গাড়ি লক্ষ্য করে তৃণমূলের গুন্ডাবাহিনী গুলি চালিয়েছে।  বেআইনি অস্ত্রশস্ত্র রয়েছে তৃণমূলের কাছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।”

তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা অভিযোগ, “গুলি, বোমা বিজেপি–ই ব্যবহার করে। বৃহস্পতিবার তুফানগঞ্জে খালিদ মিঞা নামে এক তৃণমূলকর্মীকে নৃশংসভাবে হত্যা করে বিজেপি। তা আড়াল করতেই এসব রটাচ্ছে ওরা।”