Balurghat Hospital: পিপিই কিট পরে রোগী থেকে হাসপাতালের কর্মীরা… বালুরঘাট হাসপাতালে ভর্তি শয়ে শয়ে রোগী! নতুন করে কীসের আতঙ্ক?
Balurghat Hospital: বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জানালায় রয়েছে মৌমাছির মৌচাক। শুক্রবার বিকেলে সেই মৌচাকে হামলা চালায় বাজ বা চিল পাখি। বেশ কয়েকবার হামলায় মৌমাছিরা রেগে সাধারণ মানুষদের উপর আক্রমণ চালায়।
বালুরঘাট: প্রথমে একটা-দুটো করে উড়ছিল। কিন্তু তাতে বিশেষ আমল দেননি কেউই। কিন্তু এখন শিরে সংক্রান্তি অবস্থা। হাসপাতালে রোগী তো বটেই, তাঁদের পরিজন, চিকিৎসক, নার্স, কর্মীরা সকলেই ভয়ে তটস্থ। বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মৌমাছির হানা। ঘটনায় প্রায় ৪-৫ জন মৌমাছির কামড়ে অসুস্থ হয়েছেন। তার মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি। মৌমাছির হানায় হাসপাতালে ঢুকতে ও বেরোতে পারছেন না রোগীর পরিজন থেকে স্বাস্থ্য কর্মীরা। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কে রয়েছেন সকলে। মৌমাছি কীভাবে তাড়ানো যায় সেই চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। অসুস্থদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে জানালায় রয়েছে মৌমাছির মৌচাক। শুক্রবার বিকেলে সেই মৌচাকে হামলা চালায় বাজ বা চিল পাখি। বেশ কয়েকবার হামলায় মৌমাছিরা রেগে সাধারণ মানুষদের উপর আক্রমণ চালায়। সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মূল গেটের সামনেই মৌমাছির হানা চালায়। বেশ কয়েক মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে পড়েন। অনেকে মৌমাছির হাত থেকে বাঁচতে নীচে শুয়ে পড়েন।
পরে হাসপাতালের কর্মীরা পিপিই কিট পড়ে সকলকে উদ্ধার করে। এবং হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন। ঘটনায় হাসপাতালের সব জানালা ও সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কের মধ্যেই ডিউটি করছেন নিরাপত্তা রক্ষী থেকে অন্য কর্মীরা।