Balurghat: আর জি করে দোষীদের গ্রেফতারের দাবিতে পথে স্কুলছাত্রীরা
Balurghat: কয়েকশো প্রাক্তনী এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন। আরজি কর ঘটনায় মূল দোষীদের উপযুক্ত শাস্তির দিতে হবে পাশাপাশি নারী সুরক্ষার দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিল দেখে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান ফের ওঠে।
বালুরঘাট: আরজি করের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল বালুরঘাট গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। মিছিলের প্রথম সারিতে উপস্থিত ছিলেন বালুরঘাট গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী-সহ অন্যান্যরা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট ডিএম অফিস চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়। বেশির ভাগ মহিলা কালো পোশাক পড়ে এদিনের মিছিলে অংশ গ্রহণ করেন। যা গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। সেখানে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়। কয়েকশো প্রাক্তনী এদিনের এই মিছিলে অংশগ্রহণ করেন। আরজি কর ঘটনায় মূল দোষীদের উপযুক্ত শাস্তির দিতে হবে পাশাপাশি নারী সুরক্ষার দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিল দেখে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ফের ওঠে।
পাশাপাশি আরজি করের ঘটনায় বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ চিঙ্গিশপুরের নাগরিকবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে আরজিকরের ডাক্তারি পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবি জানান।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)