AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: হস্টেলে থাকত পঞ্চম শ্রেণির ছাত্রী, সাত সকালে মারাত্মক কাণ্ড করে বসল…

Student Missing: বালুরঘাট শহরের চকভবানি এলাকায় একটি মেয়েদের স্কুল রয়েছে। তাদের ছাত্রীদের থাকার জন্য ১৯৫ বেডের একটি হস্টেলও আছে। সেখানেই ওই ছাত্রী থাকত।

Balurghat: হস্টেলে থাকত পঞ্চম শ্রেণির ছাত্রী, সাত সকালে মারাত্মক কাণ্ড করে বসল...
বালুরঘাটের স্কুল থেকে নিখোঁজ ছাত্রী। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 6:40 PM
Share

দক্ষিণ দিনাজপুর: স্কুল হস্টেলে থাকত পঞ্চম শ্রেণির ছাত্রী। সেখান থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় সে। শুক্রবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের চকভবানি এলাকার একটি স্কুলে। এদিন সকালে এক ছাত্রীর অভিভাবক মেয়েকে নিতে এসেছিলেন। সেই সময় গেট খোলা পেয়ে আরেক ছাত্রী বেরিয়ে যায়। এর পর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চোখের নিমেষে একজন ছাত্রী কোথায় উধাও হয়ে যেতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছে ওই বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বালুরঘাট শহরের চকভবানি এলাকায় একটি মেয়েদের স্কুল রয়েছে। তাদের ছাত্রীদের থাকার জন্য ১৯৫ বেডের একটি হস্টেলও আছে। সেখানেই ওই ছাত্রী থাকত। পুলিশকে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বৃহস্পতিবার হস্টেলের বেশ কয়েকজন ছাত্রীর এলার্জির সমস্যা হয়। এরপরই ছাত্রীদের বাড়িতে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৯টায় এক অভিভাবক মেয়ের সঙ্গে দেখা করতে আসেন। অভিযোগ, হস্টেলের মেট্রন হস্টেলের গেট খুলে ওই অভিভাবককে ভিতরে ঢুকে বসতে বলেন। এরপরই ছাত্রীকে খবর দিতে যান। সেই সময়ই পঞ্চম শ্রেণির ওই ছাত্রী গেটের দিকে যায়। যা দেখে ওই অভিভাবক জানতে চান, কোথায় যাচ্ছে সে।

স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ওই ছাত্রী কোনও জবাব না দিয়েই বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে হস্টেলের কর্মীরা ছুটে আসেন। রাস্তায়ও বেরিয়ে যান। কিন্তু ওই ছাত্রীর দেখা পাওয়া যায়নি। জানা গিয়েছে, যে ছাত্রীর খোঁজ নেই তার দিদিও একই হস্টেলে থাকে। পুলিশকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান, ছাত্রীর দিদির দাবি, তার বোন আগে বাড়ি থেকেও বেরিয়ে গিয়েছিল। কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যান্য অভিভাবকদের মধ্যেও উদ্বেগ কাজ করছে। এভাবে যদি কোনও ছাত্রী বেরিয়ে যায়, তা অন্যদেরও ভুল পথে চালিত করতে পারে। বালুরঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Bengal Budget: কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

আরও পড়ুন: Mamata Banerjee: ‘ইভিএমের ফরেন্সিক পরীক্ষা করানো হোক’, উত্তর প্রদেশের রায় নিয়ে অখিলেশের পাশে মমতা

আরও পড়ুন: Bengal Budget: বাজেট অধিবেশন থেকে ওয়াক আউট শুভেন্দুদের! ‘কাজের যোগ্যতা না থাকলে কী করবে’, কটাক্ষ মমতার