Harirampur: মুদি দোকানের সামনে দাঁড়ানো লঙ্কার গুঁড়োর প্যাকেটটাতেই নজর পড়েছিল… সেটাতেই নজর পড়ে দুঁদে কর্তাদের, তারপরই…
Harirampur: আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছ'জনকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার।

হরিরামপুর: সন্ধ্যায় রাস্তার মোড়ে জড়ো হয়েছিলেন কয়েকজন। এমনিই ঘোরাফেরা করছিলেন। পথচলতি সাধারণ মানুষের নজরেও পড়েছিল। কিন্তু কেউ বিশেষ পাত্তা দেননি। কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের নজরে পড়ে একটাই জিনিস। যাঁরা জড়ো হয়েছিলেন, তাঁদের একজনের হাতে ছিল লঙ্কার প্যাকেট। সেটা দেখেই পুলিশ কথা বলতে যান। কথায় ধরা পড়ে একাধিক অসঙ্গতি। তাতেই সন্দেহ হয়। ব্যাগে তল্লাশি চালাতেই বড় পর্দাফাঁস। ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ৷
আগ্নেয়াস্ত্র-সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছ’জনকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার। ধৃতদের এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন আদালতের কাছে জানিয়েছে হরিরামপুর থানার পুলিশ। পুরো ঘটনার তদন্তে পুলিশ।
শুক্রবার গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত গ্রামীণ জেলাশাসক ইন্দ্রজিৎ সরকার সাংবাদিক বৈঠক করে জানান, রাতে মালদহের বিভিন্ন এলাকার বেশ কিছু যুবক একটি গাড়ি করে এসেছিল দক্ষিণ দিনাজপুরে ডাকাতির উদ্দেশ্যে। তারা হরিরামপুর হাসপাতাল মোড় এলাকায় গিয়ে পৌঁছতেই পুলিশের সন্দেহ হয়৷ গোপন সূত্রের ভিত্তিতে তাদের তল্লাশি চালায়। সেই সময় তাদের কাছে থেকে দুটি পিস্তল, এক রাউন্ড গুলি, কয়েকটি লাঠি, দড়ি, শুকনো লঙ্কার গুঁড়ো-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে।
ঘটনায় ওই ছয় যুবককে গ্রেফতার করে হরিরামপুর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুরো বিষয় নিয়ে হরিরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। এর সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

