Minor Harassment: বয়স মাত্র ৭, সেই মেয়েটাকেই ধর্ষণের অভিযোগ উঠল মামার বিরুদ্ধে
Minor Harassment: জানা গিয়েছে, বছর পঁচিশের ধৃত যুবকেরও বাড়ি কুশমণ্ডি থানা এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার তাঁর মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক।

কুশমণ্ডি: সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরাই মামার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানা এলাকায়। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরই গতকাল অভিযুক্তকে গ্রেফতার করেছে কুশমণ্ডি থানার পুলিশ। বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুশমণ্ডি থানার পুলিশ।
জানা গিয়েছে, বছর পঁচিশের ধৃত যুবকেরও বাড়ি কুশমণ্ডি থানা এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার তাঁর মেয়েকে খাবারের প্রলোভন দেখিয়ে ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। পরে বিষয়টি নাবালিকার পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর ওই যুবকের নামে লিখিত অভিযোগ করেন কুশমণ্ডি থানায়। লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে কুশমণ্ডি থানার পুলিশ।
বর্তমানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। বুধবার পুলিশ ওই যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টির খতিয়ে দেখছেন কুশমণ্ডি থানার পুলিশ। নির্যাতিতা নাবালিকার মা বলেন, “আমার মামার ছেলেই আমার মেয়েকে ধর্ষণ করেছে। মেয়ের যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরচ্ছিল। তখনই মেয়ে বিষয়টি বলল।”

