Accident: দুই শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে পড়ল ট্রাক্টর, মৃত্যু চালকের

Accident: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Accident: দুই শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে পড়ল ট্রাক্টর, মৃত্যু চালকের
(নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 6:59 PM

বালুরঘাট: দুই শিশুকে বাঁচাতে গিয়ে পুকুরের মধ্যে উল্টে খেল ট্রাক্টর। সেই ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত্যু হল চালকের ৷ রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল হরিপুর এলাকায়। মৃত ওই ট্রাক্টর চালকের নাম প্রদীপ ওঁরাও(৫৫)। তাঁর বাড়ি বাদামাইল পণ্ডিতপুর এলাকায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। কীভাবে পথদুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার দুপুরে হরিপুর থেকে বাদামাইলের দিকে ফাঁকা ট্রাক্টর আসছিল। আসার পথে হরিপুরে ট্রাক্টরের সামনে হঠাৎ দু’টি বাচ্চা চলে আসে। গাড়ি গতি অনেকটা থাকায় তাXদেরকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে পুকুরে পাল্টি খেয়ে যায় ট্রাক্টর। আর সেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় প্রদীপ ওঁরাও। এ দিকে, বিষয়টি নজরে আসলেও ট্রাক্টরের তলা থেকে স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করতে পারেনি। পরে জেসিবি মেশিন নিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।