South Dinajpur: চুল্লি বিকল, দাহ করতে এসে বেকায়দায় পরিজনরা
South Dinajpur: জানা গিয়েছে, ২০১৭ সালের মে মাসে বালুরঘাট পুরসভার তরফ থেকে শহরের খিদিরপুর শ্মশানে তৈরি করা হয় বৈদ্যুতিক চুল্লি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক বরাদ্দ অর্থে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়।

বালুরঘাট: বালুরঘাট পুরসভার খিদিরপুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি ফের বিকল হয়ে পড়ল। গতকাল রাত থেকেই চুল্লিতে সমস্যা দেখা দিয়েছিল। বুধবার সকাল থেকেই বৈদ্যুতিক চুল্লি পুরোপুরি বিকল হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েছেন মৃতদেহ সৎকার করতে স্থানীয় বাসিন্দারা। আপাতত খড়ি দিয়ে মৃতদেহ সৎকার করা হচ্ছে। এক্ষেত্রে খড়ির ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা। বৈদ্যুতিক চুল্লি দ্রুত সারাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে বালুরঘাটবাসী। যদিও বালুরঘাট পুরসভার তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০১৭ সালের মে মাসে বালুরঘাট পুরসভার তরফ থেকে শহরের খিদিরপুর শ্মশানে তৈরি করা হয় বৈদ্যুতিক চুল্লি। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক বরাদ্দ অর্থে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়। যার জন্য খরচ হয়েছিল ১ কোটি ৮১ লক্ষ ৫৭ হাজার ৫৭২ টাকা। সেই সময় ধুমধাম করে শ্মশানের বৈদ্যুতিক চুল্লির উদ্ধোধন করা হয়। খিদিরপুর শ্মশানে দুটি বৈদ্যুতিক চুল্লি রয়েছে। চুল্লি তৈরির পর থেকেই মাঝে মধ্যেই ছোট বপ্র সমস্যা দেখা দিচ্ছিল।
যার কারণ দীর্ঘদিন বন্ধ ছিল বৈদ্যুতিক চুল্লি৷ যার ফলে প্রায় বছর খানেক আগে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যায়ে সেটি সারাই করা হয়েছিল। সেটি সারাই করার পরও মাস ৫-৬ আগেও এই বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে গিয়েছিল। সেই সময় মৃতদেহ সৎকার করার সময় বৈদ্যুতিক চুল্লি দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছিল বলে পুরসভায় অভিযোগ জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তারপর সেটি পুনরায় ঠিক করা হয়। ফের একই ভাবে বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা থেকে মৃতদেহ সৎকার করতে আসাদের মধ্যে। কেন বার বার এমনটা হচ্ছে তা সরেজমিনে তদন্ত করে তার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে।
