AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: ‘রোজগারের সব টাকাই চলে যাচ্ছে মদের পিছনে!’ চোলাই কারবার বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ বাড়ির মহিলারা

Hooch Case: এদিকে, মদ বিক্রি হওয়ার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে।

Balurghat: 'রোজগারের সব টাকাই চলে যাচ্ছে মদের পিছনে!' চোলাই কারবার বন্ধের দাবিতে পুলিশের দ্বারস্থ বাড়ির মহিলারা
চোলাই মদ বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 5:57 PM
Share

বালুরঘাট: দীর্ঘদিন ধরে এলাকায় বিক্রি হচ্ছে চোলাই মদ। একাধিকবার মদ বিক্রির বন্ধের কথা বলা হলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। এবার মদ বিক্রি বন্ধের দাবিতে থানায় উপস্থিত মহিলারা।

বুধবার দুপুরে বালুরঘাট থানার দ্বারস্থ হলেন গ্রামের মহিলারা। জানা গিয়েছে, বালুরঘাট (Balurghat) ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামে দেদার বিক্রি হচ্ছে চোলাই মদ। এখানেই শেষ নয়, জানা গিয়েছে গ্রামের অনেক বাড়িতেই মদ তৈরির কারখানা রয়েছে। এদিকে, গ্রামে মদ বিক্রি হওয়ার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাই মদ বিক্রি বন্ধ দাবিতে বুধবার বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানালেন বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর, চকামদ সহ বেশ কয়েকটি গ্রামের মহিলারা।

ঘটনার বিষয়ে এক মহিলা অভিযোগ জানিয়ে বলেন, “গ্রামে এই মদের ঠেকের কারণে সংসারে বাড়ছে অশান্তি। লোকজন খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে অত্যাচার হচ্ছে। সংসারের সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে শুধু মদের নেশায়। সেই কারণে আমরা আজ পুলিশের দ্বারস্থ হয়েছি। আমরা একটি স্বনির্ভর গোষ্ঠী। এর আগেও আমরা পুলিশের কাছে এসেছিলাম। কাজ হয়নি। এইবার কাজ না হলে আবার আসব।”

আরও এক মহিলা বলেন, “বালুরঘাটের আশে পাশের কয়েকটি গ্রামে সাংঘাতিক ভাবে চোলাইয়ের কারবার চলছে। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। মদ খাওয়া, জুয়া খেলা বেড়েছে। যার কারণে এলাকার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের আতঙ্কে দিনকাটাতে হচ্ছে। বাইরে বের হতে পারছেনা। মহিলা নির্যাতনের প্রধান কারণ হল মদ। এই মদের কারবার যাতে বন্ধ করা যায়। এর আগেও এসেছি। সাময়িকভাবে বন্ধ হলেও,ফের চালু হয়েছে। তাই ডেপুটেশেন জমা দিতে এসেছি।”

এদিকে, এই মদের আসর গ্রামে বসার ফলে এলাকায় বাড়ছে নানান ধরনের অসামাজিক কার্যকলাপ। তাই মদ বিক্রি বন্ধ ও মদ তৈরির কারখানা বন্ধের দাবিতে বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ জানায় গ্রামের মহিলারা। এদিন মূলত অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠনের তরফ থেকে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে বালুরঘাট থানা আইসি অসীম গোপ।

প্রসঙ্গত, কয়েক মাস আগে এই একই অভিযোগ এসেছিল পশ্চিম মেদিনীপুর থেকে। রাত বাড়লেই টলমল পায়ে বাড়ি ফেরেন বাড়ির কর্তারা। তার পর শুরু সংসারে অশান্তিু। ছেলেমেয়েদের পড়াশোনা ওঠে ডগে। স্ত্রীদের উপর চলে মারধর। সৌজন্যে এলাকার সস্তার চোলাই মদের ভাটি। গ্রামের মধ্যে এই চোলাই মদের উৎপাত ঠেকাতে তাই আসরে নামলেন মহিলারাই। লাঠিসোঁটা নিয়ে একের পর এক চোলাই মদের ভাটি ভাঙলেন তাঁরা। সোমবার সেই অভিযান চলল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খামারবেড়া গ্রামে। চোলাই বন্ধের হুঁশিয়ারি দিয়ে জায়গায় জায়গায় দেওয়া হল পোস্টারও। নিজেরাই সেই পোস্টার দেওয়ালে দেওয়ালে সাঁটলেন মহিলারা।

আরও পড়ুন: BJP Bengal: শুভেন্দুকে ‘চোর’ বলে আক্রমণ! কয়েক ঘণ্টার মধ্যেই জেলা সভাপতিকে বহিষ্কার করল বিজেপি