কুয়াশার আড়ালেই সীমান্তে অপারেশনের ছক, BSF-র উপর হামলা, গুলি করতেই সব ফেলে ছুট বাংলাদেশিদের
BSF: বাংলাদেশে অশান্তির আবহে বিগত কয়েক মাসে বারেবারে তপ্ত হয়েছে বাংলার সীমান্ত। নদিয়া থেকে কোচবিহার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হানা দিয়েছে বাংলাদেশি হানাদাররা। বাড়তি সতর্কতা অবলম্বন করেছে এপারের সীমান্ত সুরক্ষা বাহিনী।

শিলিগুড়ি: শিলিগুড়ি সেক্টরে বিএসএফ জওয়ানের উপরে হামলা অনুপ্রবেশকারীদের। অনুপ্রবেশকারীদের মধ্যে বেশ কিছু গরু পাচারকারী ছিল বলেও খবর। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট চলবে। কোথাও কোথাও তো ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসছে। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে অনুপ্রবেশকারীরা।
সূত্রের খবর, রাতের কুয়াশাচ্ছন্ন অন্ধকারের সুযোগ দিয়ে ৬-৭ জন অনুপ্রবেশকারী কাঁটা তার কেটে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তখনই দুই জওয়ান আওয়াজ শুনতে পেয়ে ছুটে যান। কিন্তু, বিএসএফ আসতেই তৎপর হয়ে যায়। মুহূর্তের মধ্যে বিএসএফ জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলাও করে পাচারকারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিএসএফ জওয়ানরা। গুলির আওয়াজ শুনে ধারাল অস্ত্র রেখে বাংলাদেশ ভূখণ্ডের দিকেই পালিয়ে যায় পাচারকারীরা।
প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে বিগত কয়েক মাসে বারেবারে তপ্ত হয়েছে বাংলার সীমান্ত। নদিয়া থেকে কোচবিহার, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হানা দিয়েছে বাংলাদেশি হানাদাররা। বাড়তি সতর্কতা অবলম্বন করেছে এপারের সীমান্ত সুরক্ষা বাহিনী। তবে অনুপ্রবেশকারীরা যেমন চিন্তা বাড়িয়েছে তেমনই একাধিক জায়গায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে দেখা গিয়েছে বিজিবিকেও। এই তো কিছুদিন আগে নদিয়া সীমান্তে একের পর এক বাঙ্কার উদ্ধারকে কেন্দ্র করে চাপানউতোর তৈরি হয়েছিল। তার মধ্যে এবার এ ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে চাপানউতোর সীমান্তে।





