Mamata Banerjee: সফর শেষের আগে ধসে কবলিত এলাকা পরিদর্শন, মর্নিং ওয়াক সেরে চায়ের দোকানে আড্ডা মুখ্যমন্ত্রীর

North Bengal: পাহাড়ে ভোর হতেই আর দেরি করেননি তৃণমূল সুপ্রিমো। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর পাঁচজন সাধারণ মানুষের মতো পাহাড়ি রাস্তায় শুরু করলেন হাঁটা।

Mamata Banerjee: সফর শেষের আগে ধসে কবলিত এলাকা পরিদর্শন, মর্নিং ওয়াক সেরে চায়ের দোকানে আড্ডা মুখ্যমন্ত্রীর
উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 12:26 AM

উত্তরবঙ্গ: সফর শেষের আগে পাহাড় ঘুরে দেখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ১৬ কিলোমিটার রাস্তা। পাহাড়ি রাস্তার চরাই-উতরাই যে কতটা কষ্টসাধ্য তা জানেন না এমন কেউ নেই। কিন্তু, তা বলে তাঁকে দমাতে পারেননি কেউ। ১৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী।

বুধবার, পাহাড়ে ভোর হতেই আর দেরি করেননি তৃণমূল সুপ্রিমো। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আর পাঁচজন সাধারণ মানুষের মতো পাহাড়ি রাস্তায় শুরু করলেন হাঁটা। চলতে ফিরতেই কথা বললেন এলাকাবাসীর সঙ্গে। পথচলতি মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বাদ দিলেন না। প্রায় ১৬ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার পরে কার্শিয়াঙের ধস কবলিত এলাকাগুলিও ঘুরে ঘুরে দেখেন মমতা।

নিজের আধিকারিকদের কিছু নির্দেশ দিয়ে সটান চলে যান এলাকারই একটি স্থানীয় চায়ের দোকানে। হাতে তুলে নেন চায়ের ভাঁড়। সেখানেই চা খেতে খেতেই সঙ্গী  ইন্দ্রনীস সেনকে গান গাওয়ার নির্দেশ দেন মমতা। ‘দিদির’ নির্দেশ আর অমান্য করেননি ইন্দ্রনীলও। তখনই উদাত্ত কণ্ঠে গান গাইতেও সুরে করেন তিনি।

এদিন, প্রায় আড়াই ঘণ্টা রাস্তাতেই ঘুরে ঘুরে পাহাড়ের মানুষের সঙ্গে জনসংযোগ সারেন তৃণমূল নেত্রী। সেখান থেকে যান দুর্গামন্দিরে। নিজে হাতে আরতি করার পরে নিজেই বিলিয়ে দেন প্রসাদ। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে খুশি পাহাড়ের মানুষও। তবে, মুখ্যমন্ত্রীর এভাবে জনসংযোগ আগেও লক্ষ্যিত হয়েছে। নির্বাচন আবহে একবার নিজে হাতে স্থানীয় এক হোটেলে গিয়ে মাংস রান্নাও করেছিলেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের অবশ্য অনুমান, পাহাড়ে ক্ষমতায়নে কোনও কৌশলই বাদ রাখতে চায় না ঘাসফুল শিবির। মঙ্গলবারই, কার্শিয়াঙে প্রশাসনিক বৈঠকে নিজের দলের সাংসদকে ধমক দিতেও ছাড়েননি তৃণমূল নেত্রী। স্পষ্টই জানিয়েছেন, পাহাড়ে কোনও রাজনৈতিক দলের সহ্গে বিরোধে যেতে রাজি নয় তৃণমূল। অনীত থাপা, রোশন গিরি, বিমল-বিনয়দের পাশে নিয়েই উন্নয়নের কাজ করতে চান তিনি।

পাশাপাশি, পাহাড়ের বহু প্রতীক্ষিত জিটিএ নির্বাচন নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। নতুন ভোটার তালিকা এলেই পাহাড়ে জিটিএ নির্বাচন হবে এমনটাই জানিয়েছেন মমতা। অন্যদিকে, উপনির্বাচন মিটলেও বঙ্গে বকেয়া সমস্ত নির্বাচন মিটতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে, পাহাড়ে বিশেষ নজর রয়েছে তৃণমূলের এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Partha Chatterjee: ‘ওঁর অহঙ্কারই বিজেপির পতন ডেকে আনবে’, অধিকারী পুত্রকে তোপ পার্থর

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ব্যাঙ কোথাকার! সাগর থেকে ডোবায় গিয়েছে’, বাবুলকে কটাক্ষ দিলীপের