North Bengal Medical College: ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত উত্তরবঙ্গ মেডিকেলের ৩ ডাক্তার, তিন সদস্যের তদন্ত কমিটি গড়ে দিল স্বাস্থ্য দফতর
North Bengal Medical College: তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির চেয়ারপার্সনের ভূমিকায় রয়েছেন কোচবিহার MJN মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মণ্ডল। তিনি বলছেন, “সরকারি নির্দেশ পেয়েছি। আলোচনা প্রাথমিকভাবে করা হয়েছে।”
সুমন কল্যাণ ভদ্র
শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৩ ডাক্তারের বিরুদ্ধে ওঠা ‘থ্রেট কালচারের’ অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তদন্ত কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কোচবিহার MJN মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল। অভিযুক্ত তিন ডাক্তারের বিরুদ্ধে আগেই তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, ডাক্তার সুদীপ্তা শীল ও ডাক্তার নীলাব্জ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় অবশেষে তদন্তের নির্দেশ দেয় রাজ্য স্বাস্থ দফতর।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির চেয়ারপার্সনের ভূমিকায় রয়েছেন কোচবিহার MJN মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার নির্মল কুমার মণ্ডল। তিনি বলছেন, সরকারি নির্দেশ পেয়েছি। আলোচনা প্রাথমিকভাবে করা হয়েছে। কী বিষয়ে তদন্ত তার বিষয়ে বিস্তারিত স্বাস্থ্য দফতর থেকে জানানো হবে। তারপরেই তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন।
তদন্ত কমিটির বাকি দুই প্রতিনিধিদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটির এমএসভিপি কল্যান খাঁ, রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের চিকিৎসক সজীব চক্রবর্তী। ইতিমধ্যেই এই কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কমিটির চেয়ারপার্সন ডাক্তার নির্মল কুমার মণ্ডল। সাতদিনের মধ্যেই জমা দিতে হবে রিপোর্ট।