Vande Bharat Express: বন্দে ভারতে উঠতে গিয়ে এনজেপি-তে মৃত্যু যুবকের, দরজা বন্ধ হতেই বিপত্তি!

Prasenjit Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 09, 2024 | 8:21 AM

Vande Bharat Express-Accident: কয়েক মাস আগেই বছর খানেক আগে হাওড়া-এনজেপি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। ওই ট্রেনে গড় যাত্রী সংখ্যাও নেহাত কম হয় না। দিনে দিনে জনপ্রিয়তাও বেড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় এই সেমি বুলেট ট্রেন।

Vande Bharat Express: বন্দে ভারতে উঠতে গিয়ে এনজেপি-তে মৃত্যু যুবকের, দরজা বন্ধ হতেই বিপত্তি!
বন্দে ভারত এক্সপ্রেস (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাগডোগরা: বন্দে ভারতে ওঠার সময়েই মর্মান্তিক দুর্ঘটনা। লাইনে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। মৃতের নাম উজ্জ্বল ভৌমিক। তিনি বাগডোগরার ক্ষুদিরামপল্লীর বাসিন্দা ছিলেন বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে, হাওড়া স্টেশনের দিকে যখন ট্রেনটি রওনা হচ্ছিল, সেই সময় ওঠার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপরই সোজা প্লাটফর্মে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছে, চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন, সেই সময় ওই ঘটনা ঘটে। আবার কেউ কেউ বলছেন, ট্রেনে ওঠার পর দরজা বন্ধ হয়ে যাওয়ায়, মাথায় ধাক্কা লেগে পড়ে যান ওই ব্যক্তি।

প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অনেকেই দেখেছেন দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করেছিলেন ওই যুবক। জিআরপি ও আরপিএফ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের আত্মীয় ও বন্ধুরাও পৌঁছে যান স্টেশনে।

কয়েক মাস আগেই বছর খানেক আগে হাওড়া-এনজেপি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। ওই ট্রেনে গড় যাত্রী সংখ্যাও নেহাত কম হয় না। দিনে দিনে জনপ্রিয়তাও বেড়েছে বন্দে ভারত এক্সপ্রেসের। অন্যান্য ট্রেনের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় এই সেমি বুলেট ট্রেন। তবে এই মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

গত বছরের নভেম্বর মাসে মালদহে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয় এখ ছাত্রীর। জানা যায়, রেল লাইন ধরে যাওয়ার সময় আচমকা প্রবল গতিতে আসা ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ওই কিশোরীর দেহ।

Next Article