AK-47: একে-৪৭য়ের কার্তুজ নিয়ে বাগডোগরা বিমানবন্দরে যাত্রী, হাতেনাতে ধরল পুলিশ

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Feb 09, 2024 | 9:55 AM

Bagdogra: বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে শেরিং তাসি নামে ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দরে আসে। দুপুর তখন প্রায় দেড়টা। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁর ব্যাগ চেকিংয়ের সময় ৫টি একে-৪৭য়ের কার্তুজ পান বলে অভিযোগ। এরপরই তাঁকে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট ফাঁড়ির পুলিশের হাতে।

AK-47: একে-৪৭য়ের কার্তুজ নিয়ে বাগডোগরা বিমানবন্দরে যাত্রী, হাতেনাতে ধরল পুলিশ
বাগডোগরা বিমানবন্দর।
Image Credit source: Facebook

Follow Us

শিলিগুড়ি: বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে উদ্ধার একে ৪৭-এর তাজা বুলেট। এই ঘটনায় ৫ রাউন্ড বুলেট-সহ একজনকে আটক করেছে বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই যাত্রীকে এয়ারপোর্ট ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়েছে। আটক ওই ব্যক্তির নাম শেরিং তাসি। বছর ৪৩ বয়স ওই ব্যক্তির।

বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে শেরিং তাসি নামে ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দরে আসে। দুপুর তখন প্রায় দেড়টা। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁর ব্যাগ চেকিংয়ের সময় ৫টি একে-৪৭য়ের কার্তুজ পান বলে অভিযোগ। এরপরই তাঁকে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট ফাঁড়ির পুলিশের হাতে।

শেরিং তাসির বিরুদ্ধে বাগডোগরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। কী উদ্দেশে তিনি ব্যাগে এই তাজা বুলেট নিয়ে বিমানবন্দরে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের সময়, ভুটাতে চাকরি করতেন তাসি। কুয়েতে এখন তিনি কর্মরত বলেও খবর। পুলিশি প্রশ্নের মুখে তাসি জানান, এই কার্তুজসংক্রান্ত কোনও কিছুই তিনি জানতেন না।

Next Article