TMC: ঘাস-ফুল ছেড়ে হাত শিবিরে প্রাক্তন প্রধান সহ ৪০০ তৃণমূল কর্মী
গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সিংহ রায় সহ প্রায় ৪০০ জন তৃণমূল নেতা-কর্মী কংগ্রেসে যোগদান করেন।
কৃষ্ণনগর: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের শাসকশিবিরে ভাঙন! এবার সীমান্তবর্তী নদিয়ায় কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান সহ প্রায় ৪০০ জন দল ছাড়লেন। রবিবার, মকর সংক্রান্তির দিনই তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু দলত্যাগ নয়, আগামী দিনে গোবিন্দপুর পঞ্চায়েত কংগ্রেসের দখলে যাবে বলেও দাবি প্রাক্তন প্রধানের।
জানা গিয়েছে, এদিন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত গোবিন্দপুর অঞ্চলে জাতীয় কংগ্রেসের ডাকে খালবোয়ালিয়া বাজারে এক জনসভা হয়। সেই সভাতেই নদিয়া জেলা কংগ্রেস সভাপতি অসীম সাহার হাত ধরে গোবিন্দপুর অঞ্চলের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সিংহ রায় সহ প্রায় ৪০০ জন তৃণমূল নেতা-কর্মী কংগ্রেসে যোগদান করেন। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের এভাবে দলত্যাগ শাসকদলের অস্বস্তির কারণ হয়ে উঠছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিন হাত-পতাকা হাতে তুলে নিয়ে গোবিন্দপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান বলেন, “দীর্ঘদিন তৃণমূল করলেও দলে সম্মান ছিল না।” সেজন্যই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি। তবে এর পিছনে গোষ্ঠীকোন্দলও রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। এই ঘটনায় কটাক্ষ করে স্থানীয় বিজেপির কিষাণ মোর্চা সজল সিংহ রায় বলেন, “তৃণমূল দলে কেবল গোষ্ঠী কোন্দল আর দুর্নীতি ছাড়া কিছুই নেই। টাকা না দিলে টিকিট পাওয়া যায় না। সেজন্যই একে-একে সবাই দল ছেড়ে দিচ্ছে।” যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লক্ষণ ঘোষ কোন প্রতিক্রিয়া দিতে চাননি।
প্রসঙ্গত, শনিবারই কালিয়াচক-২ ব্লকের প্রাক্তন ২ সভাপতি, ৩ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ব্লক কমিটির ২০০ জন সদস্য সহ হাজারেরও বেশি কর্মী এদিন তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগদান করেন বলে কংগ্রেসের দাবি। সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বেই হাত পতাকা হাত তুলে নেন তাঁরা। চাকরিতে নিয়োগে তোলাবাজি এবং আবাস যোজনায় দুর্নীতির অভিযোগেও তাঁরা বীতশ্রদ্ধ হয়ে দল ছেড়েছেন বলে জানিয়েছেন তাঁরা। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের গড়ে এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে শাসক শিবির। যদিও যাঁরা দল ছেড়েছেন, তাঁরা ‘আগাছা’ এবং টিকিটের লোভেই অন্য দলে গিয়েছেন বলে মন্তব্য করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।