Mustard Oil: সরষে ছাড়া সরষের তেল, অথচ ঝাঁঝ একই! বাজার ঢোকার আগেই বাজেয়াপ্ত ৫ হাজার লিটার ভেজাল তেল
Mustard Oil: বৃহস্পতিবার রাতে গোপান সূত্রে এই খবর আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের কাছে। শ্রীরামপুর থানার পুলিশকে নিয়ে রাতেই হানা দেওয়া হয়। তাতেই মেলে সাফল্য।

শ্রীরামপুর: সরষে ছাড়া সরষের তেল! অথচ ঝাঁঝ একই। বাজারে ঢুকছিল এমনই প্রায় ৫ হাজার লিটার ভেজাল তেল। কিন্তু, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তৎপরতাতেই শেষ পর্যন্ত রক্ষা। শ্রীরামপুর বাঙ্গিহাটি দিল্লি রোড সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা, গ্রেফতার ২।
বৃহস্পতিবার রাতে গোপান সূত্রে এই খবর আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের কাছে। শ্রীরামপুর থানার পুলিশকে নিয়ে রাতেই হানা দেওয়া হয়। তাতেই মেলে সাফল্য। উদ্ধার হয় ২৮০টি ১৫ কেজি তেলের টিন। একইসঙ্গে ৬ পেটি ভেজাল রাসায়নিক, বিভিন্ন রঙের পেটি-সহ পাঁচটি পানচিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। কারখানা থেকে দু’জনকে গ্রেফতারও করা হয়।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে সরষে ছাড়াই সরষের তেল বানাচ্ছিল অভিযুক্তরা। রাইস ব্রান ওয়েল নিয়ে এসে তার সঙ্গে বিভিন্ন ভেজাল মিশিয়ে সরষে ছাড়াই তৈরি করা হচ্ছিল সরষের তেল। তারপর তা পাঠিয়ে দেওয়া হত এলাকার বিভিন্ন দোকানে। শেষ পর্যন্ত গোটা চক্রের পর্দাফাঁস। এদিনই ধৃতদের তোলা হচ্ছে শ্রীরামপুর মহকুমা আদালতে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
