Arambag: কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে…, সবটা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠলেন মা

Tanmoy Bairagi | Edited By: সঞ্জয় পাইকার

Jan 27, 2025 | 8:30 PM

Arambag: ওই ছাত্রীর পরিবারের লোকের দাবি, এবারই প্রথম নয়। মাস তিনেক ধরেই ওই ছাত্রীর উপর বেশ কয়েক বার ওই দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করে। ওই ছাত্রীর মা বলেন, মাস তিনেক আগে এক যুবক তাঁর মেয়ের কাছে ফোন নম্বর চেয়েছিল। তখন তাঁর মেয়ে জানিয়ে দেয়, সে ফোন ব্যবহার করে না। এরপর থেকে মাঝেমধ্যে ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু হয়।

Arambag: কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে..., সবটা বলতে গিয়ে আতঙ্কে কেঁপে উঠলেন মা
প্রতীকী ছবি

Follow Us

আরামবাগ: অষ্টম শ্রেণির এক ছাত্রীর উপর হামলা। সাইকেলে করে টিউশন পড়তে যাওয়ার সময় তিন দুষ্কৃতী তাকে সাইকেল থেকে নামিয়ে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগ। জঙ্গলের মধ্যে তার মুখে জোর করে তরল ওষুধ জাতীয় কিছু ঢেলে দেয়। তারপর দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে চম্পট দেয়। ওই ছাত্রীর গলা থেকে পেট জ্বালা করতে শুরু করে। শুরু হয় রক্তবমি। এই ঘটনায় তীব্র আতঙ্কে ওই ছাত্রী ও তার পরিবার পরিজন। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গলের বামুনডাঙা এলাকায়। তড়িঘড়ি ওই ছাত্রীকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর পরিবারের লোকের দাবি, এবারই প্রথম নয়। মাস তিনেক ধরেই ওই ছাত্রীর উপর বেশ কয়েক বার ওই দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করে। ওই ছাত্রীর মা বলেন, মাস তিনেক আগে এক যুবক তাঁর মেয়ের কাছে ফোন নম্বর চেয়েছিল। তখন তাঁর মেয়ে জানিয়ে দেয়, সে ফোন ব্যবহার করে না। এরপর থেকে মাঝেমধ্যে ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু হয়। মোটরবাইকে চেপে আসে ওই যুবকরা। এর আগে একদিন রাস্তায় একাধিক যুবক ছাত্রীকে পথ আটকে চড় মারে। তাদের মুখ ঢাকা ছিল। তবে একটি মোটরবাইকের নম্বর তার মনে আছে বলে ওই ছাত্রী তার মাকে জানিয়েছিল।

ওই ছাত্রীর পরিবার আরামবাগ থানায় অভিযোগ জানানোর কথা ভেবেছিল। তার আগেই এই ঘটনা ঘটে যায়। ছাত্রীটিকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর মা বলেন, তাঁর দুই মেয়ে, এক ছেলে। এখন তাঁরা আতঙ্কে রয়েছেন। কেন তাঁদের মেয়ের উপর হামলা হচ্ছে, তা বুঝতে পারছেন না। ছাত্রীর বাবা জানান, ওই মোটরবাইকের নম্বর নিয়ে এবার থানায় অভিযোগ জানাবেন তাঁরা।

এই খবরটিও পড়ুন