Aadhar Card: আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি আসার মানে কী? সচেতনতা শিবির তৃণমূলের
Aadhar Card: সম্প্রতি আধার নিষ্ক্রিয় করা হল এই মর্মে অনেক মানুষের কাছে চিঠি আসে। হুগলির মগড়া,কোদালিয়া বলাগড়ে অনেকে এই চিঠি পেয়েছেন। দামাল বাঙলা একটি এনআরসি বিরোধী মঞ্চ তার প্রতিষ্ঠাতা মানিক ফকির বলেন, এনআরসি হলে মানুষের বিশেষত ওপার বাংলা থেকে আসা মানুষদের কী অসুবিধা হবে।

হুগলি: আধার নিষ্ক্রিয় করার চিঠি এনআরসি’র সূচনা মনে করে শিবির করে মানুষকে সচেতন করতে শুরু করল তৃণমূল। দামাল বাঙলার হুগলি শাখার পক্ষ থেকে মগড়া কাটাপুকুরে হয় এই শিবির। উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, মৌসুমি ঘোষ-সহ তৃনমূল নেতৃত্ব এবং পূর্ববঙ্গ থেকে আসা, মতুয়া সম্প্রদায় মানুষজন।
সম্প্রতি আধার নিষ্ক্রিয় করা হল এই মর্মে অনেক মানুষের কাছে চিঠি আসে। হুগলির মগড়া,কোদালিয়া বলাগড়ে অনেকে এই চিঠি পেয়েছেন। দামাল বাঙলা একটি এনআরসি বিরোধী মঞ্চ তার প্রতিষ্ঠাতা মানিক ফকির জানান, এনআরসি হলে মানুষের বিশেষত ওপার বাংলা থেকে আসা মানুষদের কী অসুবিধা হবে। সে বিষয়ে সচেতন করেন।
শিবিরের আহ্বায়ক মানস মজুমদার বলেন, “বিজেপি শাসিত কেন্দ্র সরকার চাইছে এনআরসি করে মানুষের নাগরিকত্ব কেড়ে নিতে। দেশভাগের বলি হয়ে পূর্ববঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছেন ৩০ বছর থেকে ৬০ বছর বসবাস করছেন তাদের বিপদে ফেলতে চাইছে বিজেপি।”
বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, “আমরা ভারতবর্ষের নাগরিক।তাই শহর নাগরিকদের সচেতন করতে চাই।এনআরসি কী, সিএএ কী, তা এই শিবিরের মাধ্যমে বোঝানো হচ্ছে।মুখ্যমন্ত্রী বলেছেন যারা সরকারি সুযোগ সুবিধা পান, তাঁরা প্রত্যেকেই নাগরিক।আগামী দিনে যাঁরা বঞ্চিত হতে পারে, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”





