locket Chatterjee: ‘দুয়ারে সরকার থাকলে দুয়ারে সিবিআই থাকবে না কেন?’, সন্দেশখালিতে ক্যাম্প নিয়ে বললেন লকেট
Sandeshkhali: শুক্রবার থেকে ধামাখালি ঘাট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে খোলা হয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প। এদিন সকাল থেকে সেখানে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। এতদিন সাধারণ গ্রামবাসীরা অনেকেই ইমেইল করে অভিযোগ জানাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

হুগলি: প্রতিদিন কলকাতা থেকে সন্দেশখালি গিয়ে তদন্ত করতে যে ধকল, তা এড়াতে সেখানে অস্থায়ী ক্যাম্প খুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনা নিয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের খোঁচা, দুয়ারে সরকার থাকলে দুয়ারে সিবিআই থাকবে না কেন?
এরপরই লকেট চট্টোপাধ্যায় বলেন, সন্দেশখালি একটা দ্বীপ। সেখান থেকে রোজ রোজ মানুষের কলকাতায় আসার সমস্যা আছে। সিবিআই নিজাম প্যালেসে কতজনকে ডাকবে? তাই সেখানেই অস্থায়ী ক্যাম্প করেছে। তাতে মানুষের অসুবিধা হবে না। লকেট বলেন, “আমার তো মনে হয় প্রত্যেক জায়গায় এমন করা উচিত। দুয়ারে যদি সরকার থাকে তাহলে দুয়ারে সিবিআই থাকবে না কেন? থাকা উচিত, অভিযোগ নেওয়া উচিত। যাতে মানুষের সুবিধা হয় অভিযোগ জানাতে।”
প্রসঙ্গত, শুক্রবার থেকে ধামাখালি ঘাট সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে খোলা হয়েছে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প। এদিন সকাল থেকে সেখানে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। এতদিন সাধারণ গ্রামবাসীরা অনেকেই ইমেইল করে অভিযোগ জানাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কীভাবে অভিযোগ জানাতে হবে, তা বুঝে উঠতে পারছিলেন না। এবার সেইসব গ্রামবাসীদের হাতে লেখা অভিযোগপত্র জমা নেওয়া হবে এই ক্যাম্পে।





