AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinsura Crime: প্রেম করে বিয়ে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে সম্পর্ক ভাঙার চেষ্টা, স্ত্রী ও তাঁর মাসি-মেসোকে ছুরি মারল স্বামী

Chinsura Crime: জানা গিয়েছে, গত আট বছর ধরে পুরুলিয়ার বাসিন্দা দেবস্মিতা পালের সঙ্গে সম্পর্ক চুঁচুড়ার জয়দীপ সিনহার। ২০২১ সালে রেজিস্ট্রি করে বিয়ে সারেন তাঁরা। কিন্তু বিয়ের দু'বছর কাটতে না কাটতেই অশান্তি শুরু দম্পতির মধ্যে।

Chinsura Crime: প্রেম করে বিয়ে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে সম্পর্ক ভাঙার চেষ্টা, স্ত্রী ও তাঁর মাসি-মেসোকে ছুরি মারল স্বামী
দেবস্মিতা ও জয়দীপ
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:33 AM
Share

চুঁচুড়া: দু’বছর আগে বিয়ে হয়েছিল। অভিযোগ, তারপর থেকেই স্ত্রী-র উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী। সেই কারণে বিয়ে ভেঙে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। অভিযোগ, এরপরই স্ত্রী ও তাঁর মাসি-মেসোকে ছুরি মেরে খুনের চেষ্টা অভিযুক্তের। পুলিশের হাতে গ্রেফতার স্বামী। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার মোগলটুলি এলাকায়।

জানা গিয়েছে, গত আট বছর ধরে পুরুলিয়ার বাসিন্দা দেবস্মিতা পালের সঙ্গে সম্পর্ক চুঁচুড়ার জয়দীপ সিনহার। ২০২১ সালে রেজিস্ট্রি করে বিয়ে সারেন তাঁরা। কিন্তু বিয়ের দু’বছর কাটতে না কাটতেই অশান্তি শুরু দম্পতির মধ্যে। দেবস্মিতার অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই স্বামী জয়দীপ তাঁর উপর শারীরিক নিগ্রহ করছিলেন। শুধু তাই নয়, মানসিক নিগ্রহও চলছিল। সেই কারণে বিয়ে ভাঙার কথার বলেছিলেন তিনি।

অভিযোগ, বুধবার অফিস শেষ করে চুঁচুড়ায় মিলন পল্লীতে মাসি সীমা বসুর বাড়ি যান দেবস্মিতা। সেই সময় তখনই তাঁর পিছু নেয় অভিযুক্ত জয়দীপ। জোর করে বাড়িতে ঢুকে পড়ে অভিযুক্ত। এরপর দেবস্মিতার মেসো অভিজিৎ বসু কথা বলার জন্য জয়দীপকে ছাদে নিয়ে যায়। সেখানে দু’পক্ষের মধ্যে বচসা তৈরি হয়। তার থেকে হয় কথাকাটাকাটি।

আহতের পরিবারের অভিযোগ, সেই সময় আচমকাই জয়দীপ ধারাল ছুরি নিয়ে হামলা করে অভিজিৎবাবুর উপর। তাঁর গলায় ছুরি চালিয়ে দেয়। অভিজিৎ বোসের চিৎকারে নিচ থেকে উপরে ছুটে আসেন দেবস্মিতা ও তাঁর মাসি। অভিযোগ, তাঁরা বাঁচাতে গেলে তাঁদের উপরও ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। তিনজনকে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে।

গোটা ঘটনা পুলিশকে ফোনে জানায় দেবস্মিতা। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ মিলনপল্লীতে হাজির হয়।অভিযুক্তকে গ্রেফতার করে।আহত তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। অভিজিৎ বসুর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। দেবস্মিতার মাসি সীমা বসু বলেন,”ছেলেটি আমাদের বাড়ি আসত। আজ ছুরি নিয়ে এসেছিল। ওদের মধ্যে কোনও সমস্যা হয়েছিল। তাই আলোচনার জন্য ছাদে গিয়েছিল। সেখানেই ছুরি মারে আমার স্বামীকে।”