Dilip Ghosh: সিপিএম-ও তো ক্ষমতায় ছিল, তারা তো এজেন্সির ডাক পায়নি: দিলীপ
Dilip Ghosh: তৃণমূলের ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলীপ ঘোষের দাবি, দুর্নীতি হলে তদন্ত হবেই। যদি নগদ টাকা উদ্ধার হতে দেখা যায়, তাহলে কেন্দ্রীয় সংস্থা তো তল্লাশি করবেই! তৃণমূলই কেন বারবার ডাক পাচ্ছে? এই প্রশ্ন তুলে কটাক্ষও করেছেন দিলীপ ঘোষ।
হুগলি: ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই কেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব করা হল? তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। রাজ্যের শাসক দল দাবি করেছিল, ইন্ডিয়া জোটের কাজে বাধা দিতেই এভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে একই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলের এই অবস্থান প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, ‘সিপিএম তো ক্ষমতায় ছিল, ওদের কেউ তো ডাক পান না?’
ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলীপ ঘোষের দাবি, দুর্নীতি হলে তদন্ত হবেই। যদি নগদ টাকা উদ্ধার হতে দেখা যায়, তাহলে কেন্দ্রীয় সংস্থা তো তল্লাশি করবেই! বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়ার বৈঁচিতে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যখন জোট ছিল না তখন থেকেই তো ডাক পান। সিপিএম তো ক্ষমতায় ছিল ওদের কেউ তো ডাক পান না। কেন ওরাই ডাক পান। একটু বাড়ির দিকে তাকান। তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। লোকে কী দেখছে, সেটাও দেখতে পাবেন।” একই সঙ্গে দিলীপ বলেন, “আদালতের নির্দেশে সিবিআই ও ইডি তদন্ত করছে। কাউকে গ্রেফতার হবে কি হবে না সেটা আদালতের বিচার্য।”
বুধবার অভিষেক প্রশ্ন তুলেছিলেন, নারদ মামলায় নাম থাতা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে? এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “আমরা চাই যত দুর্নীতি হয়েছে সারা দেশে, সবগুলোর তদন্ত হোক। দোষীদের সাজা দেওয়া হোক।”