Hooghly: কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ বানানোর অভিযোগ, গ্রেফতার ২
Hooghly: নীল রঙের প্লাস্টিকের কন্টেনারে করে ভেজাল দুধ ছোটো গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গতকাল পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলি পুলিশ নিয়ে সেখানে রেড করেন। তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

হুগলি: পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার সহ গ্রেফতার তিনজন।আটক দুটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে কনটেনারে ভরা হচ্ছিল। অভিযোগ দুধে জল ও ক্যামিকেল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল। সেই দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হত।
নীল রঙের প্লাস্টিকের কন্টেনারে করে ভেজাল দুধ ছোটো গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই গতকাল পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলি পুলিশ নিয়ে সেখানে রেড করেন। তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল সৌরভ পাল। তাঁর বাড়ি নদীয়ার তেহট্ট। ফিরদৌস মল্লিক ও শুভ্রজ মালিক, তাঁদের বাড়ি হুগলির ধনিয়াখালির হারপুরে। ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে হেফাজতে নিয়ে এই ভেজাল দুধ চক্রে আর কারা জড়িত আছে তার খোঁজ চালাবে পুলিশ।





