AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: ৬৪ বছরে প্রথমবার ভোট, তাতেও ‘লুঠ’, তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় বামেরা

Hooghly: রবিবার বেলা বারোটায় মোট ৫৬ টি আসনের জন্য ১৮ বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে। 

Hooghly: ৬৪ বছরে প্রথমবার ভোট, তাতেও 'লুঠ', তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় বামেরা
সমবায় নির্বাচনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 3:23 PM
Share

হুগলি: কোন্নগরের নবগ্রাম পিপলস কো-অপারেটিভ লিমিটেড সমবায় নির্বাচন! কোনওদিন ভোটই হয়নি। ৬৪ বছরে এই প্রথমবার ভোট। আর সেই ভোটেই ভোট লুটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল সিপিএম। রবিবার বেলা বারোটায় মোট ৫৬ টি আসনের জন্য ১৮ বুথে ভোট গ্রহণ শুরু হয় নবগ্রামের তিনটি স্কুলে। বাম সমর্থিত প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সঙ্গে।  ভোটে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকে সেখানে বিশাল বাহিনী মোতায়েন ছিল। কিন্তু তার মধ্যেও বামেদের অভিযোগ, ভোট লুঠ করা হয়েছে।

বামেদের অভিযোগ, ভোটারদের বুথে ঢুকতেই দেওয়া হচ্ছে না। জোর করে ছাপ্পা মারা হচ্ছে। এর প্রতিবাদে নবগ্রাম নৈটি রোড অবরোধ করেন বাম সমর্থকরা। হুগলির এসএফআই সভাপতি অর্ণব রায় বলেন, “সমস্ত স্কুলে বুথ জ্যাম, তৃণমূল কর্মীরা আক্রমণ করছে। অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে, এটা তৃণমূল মানতে পারছে না। ”

তৃণমূল যদিও অভিযোগ মানেনি। তাদের দাবি, মানুষ শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে। সমবায়ের এক্স চেয়ারম্যান তথা তৃণমূল নেতা মানস রায় বলেন, “এটা গণতন্ত্রের জয়। ৬৪ বছরে ব্যাঙ্কে এটা প্রথম ভোট। সব ধরনের মেম্বার করেছি। অফিসিয়ার ভোটার ২৬০০-২৭০০ রয়েছে। অনেকের মৃত্যু হয়েছে। অনেকে অসুস্থও রয়েছেন, অনেকে এখান থেকে চলেও গিয়েছে। ১৮টা কনস্টিটিউশন রয়েছে।”