হুগলি: অনলাইন বুক করা সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। শ্রীরামপুরে গ্রেফতার ডেলিভারি বয়। উদ্বেগ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সমাজ মাধ্যমে মানুষকে সতর্ক করে বার্তা দেন সাংসদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরে একটি পরিবার অনলাইন বিপণন সংস্থা থেকে সামগ্রী অর্ডার করে। বুধবার সামগ্রী ডেলিভারি দিতে যায় ডেলিভারি বয় এক যুবক। সে সময় বাড়িতে নাবালিকা একাই ছিল। ডেলিভারি বয় ওটিপি চায় নাবালিকার থেকে।নাবালিকা জানায় তার মা বাড়িতে নেই সে ওটিপি দিতে পারবে না।
নাবালিকার বয়ান অনুযায়ী, ডেলিভারি বয় তাকে জানায় কম্পিউটার খুলে দেখতে মেলে ওটিপি পাঠানো হয়েছে। নাবালিকা মেইল চেক করতে গেলে ডেলিভারি বয় ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকাকে হুমকিও দেয় কাউকে বলে দিলে রাস্তায় তাকে দেখে নেবে।
যদিও নাবালিকা তার মাকে ফোন করে ঘটনার সব কথা জানায়। অনলাইন বিপণিতে অভিযোগ করেন। এরপর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। থানার পুলিশ তদন্তে নেমে ওই সংস্থার থেকে যুবকের পরিচয় পায়। রাতেই তাকে গ্রেফতার করে পকসো আইনে মামলার রুজু করে তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
I kindly urge everyone to ensure that no delivery personnel are allowed inside your home when your child is alone. Recently, I became aware of a troubling incident in the Serampore area, where a delivery boy entered a house and attempted to assault a young girl who was home…
— Kalyan Banerjee (@KBanerjee_AITC) December 19, 2024
ঘটনা জানতে পেরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক করেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করেন। তিনি লেখেন,
“আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনও ডেলিভারি কর্মীদের অনুমতি না দেওয়া নিশ্চিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। সম্প্রতি, আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি।”