হুগলি: কখনও দই নিয়ে হুগলির দুই প্রার্থীর মধ্যে হইহই, কখনও আবার ঘুগনি নিয়ে শোরগোল। একদিকে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এই দুই প্রার্থীর তরজায় হুগলির ভোটমঞ্চ একেবারে জমজমাট। এরইমধ্যে লকেটকে নিশানা তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিতের কথায়, মিমি, নুসরত, রচনাকে নিয়ে লকেটকে ভাবতে হবে না। উনি বরং দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। অসিতের দাবি, দিলীপই তো বিজেপির রাজনীতিতে লকেটকে এনেছিলেন।
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, মিমি চক্রবর্তী, নুসরত জাহানদের কেরিয়ারও শেষ করে দিল। পাঁচ বছর পর কোথায় তাঁরা? এবার তাঁদের টিকিটও দিল না, প্রচারেও নেই। এঁদেরও তাই হবে। এরই পাল্টা অসিত মজুমদার বলেন, রচনার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ভাবতে হবে না। রচনা চলতে শুরু করেছে, তাই ওনার ঘুম উড়ে গিয়েছে।
অসিত মজুমদারের কথায়, “পাঁচ বছর হুগলির মানুষের কাছে কোথায় এসেছেন? রচনার ভবিষ্যৎ কী হবে সেটা ওনাকে ভাবতে হবে না, উনি ভাবুন দিলীপবাবুর ভবিষ্যৎ নিয়ে। দিলীপবাবু তো মেদিনীপুরে ছিলেন, বর্ধমানে পাঠিয়ে দিয়েছে। ওনার ভবিষ্যৎ নিয়ে ভাবুন। নুসরত, মিমিকে নিয়ে ভাবতে হবে না। ওদের নিয়ে ভাবার লোক আছেন।” যদিও লকেটের বক্তব্য, “২০১৬ থেকে রাজনীতিতে লড়েছি। আগে থেকেছি এক বছর। মানুষের জন্য কাজ করেছি।”