Bandel station: চন্দননগরে শোভাযাত্রার মধ্যে ব্যান্ডেলে ছিঁড়ে গেল ওভারহেডের তার, দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল

Bandel station: রিভার্স লাইন দিয়ে চালানো হয় একাধিক ট্রেন। প্রায় দেড় ঘণ্টা পর ওভারহেড জুড়ে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এদিকে আপ লাইনে ট্রেন বন্ধের প্রভাব পড়েছে পরবর্তী ট্রেনগুলোতেও।

Bandel station: চন্দননগরে শোভাযাত্রার মধ্যে ব্যান্ডেলে ছিঁড়ে গেল ওভারহেডের তার, দীর্ঘক্ষণ বন্ধ ট্রেন চলাচল
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 10:04 PM

ব্যান্ডেল: সন্ধ্যা নামার কিছু পরেই ব্যান্ডেল স্টেশনে ছিঁড়ে গেল ওভারহেডের তার। ভেঙে পড়ল কাঠামো। তার জেরে চরম সমস্যায় অফিস ফেরত যাত্রীরা। প্রায় দেড় ঘন্টার উপরে বন্ধ থাকল ট্রেন চলাচল। বাতিলও হয়ে গেল একাধিক লোকাল ট্রেন। সূত্রের খবর, এদিন সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ ঘটে ঘটনাটি। রাত সাড়ে আটটা পর্যন্ত আপ লাইনে যাবতীয় ট্রেন পরিষেবা বন্ধ থাকে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ছুটে আসেন রেল কর্মীরা। শুরু হয় মেরামতির কাজ।

রিভার্স লাইন দিয়ে চালানো হয় একাধিক ট্রেন। প্রায় দেড় ঘণ্টা পর ওভারহেড জুড়ে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এদিকে আপ লাইনে ট্রেন বন্ধের প্রভাব পড়েছে পরবর্তী ট্রেনগুলোতেও। ওই লাইনে থাকা প্রায় সব লোকালই দেরি চলে। তবে ডাউন লাইনে খুব একটা প্রভাব দেখা যায়নি বলেই জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় করেছেন লক্ষ লক্ষ মানুষ। হাওড়া-বর্ধমান মেন শাখার সব ট্রেনেই ব্যাপক ভিড় দেখা গিয়েছে। এদিনও শোভাযাত্রা দেখতেও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ। তারমধ্যে এ ঘটনায় উদ্বেগ বাড়ে দর্শনার্থীদের মধ্যে।