AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আরএসএস, বিজেপির থেকেও ভয়ঙ্কর ত্বহা সিদ্দিকি’ পোস্টারে ছয়লাপ, তৃণমূলের দিকে আঙুল তুললেন পীরজাদা!

Twaha Siddiqui: ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলতে দেখা যায় ত্বহাকে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতার বিরুদ্ধেই সম্প্রতি তোলাবাজির অভিযোগ তুলেছেন ফুরফুরা শরিফের এই পীরজাদা। তার পরেই তৃণমূলের একাংশের বিরাগভাজন হয়েছেন ত্বহা।

'আরএসএস, বিজেপির থেকেও ভয়ঙ্কর ত্বহা সিদ্দিকি' পোস্টারে ছয়লাপ, তৃণমূলের দিকে আঙুল তুললেন পীরজাদা!
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Sep 06, 2021 | 7:21 PM
Share

হুগলি: ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি তৃণমূলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলতে দেখা যায় ত্বহাকে। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতার বিরুদ্ধেই সম্প্রতি তোলাবাজির অভিযোগ তুলেছেন ফুরফুরা শরিফের এই পীরজাদা। তার পরেই তৃণমূলের একাংশের বিরাগভাজন হয়েছেন ত্বহা। এই প্রেক্ষিতে রবিবার রাতে ‘আরএসএস, বিজেপির থেকেও ভয়ঙ্কর ত্বহা সিদ্দিকী’ নামে পোস্টারে ছেয়ে গিয়েছে তারকেশ্বরের পিয়াসারা এলাকা। যার নেপথ্যে ফের তৃণমূলকেই নিশানা করলেন তিনি। এমনকি মমতার দ্বারস্থ হতে পারেন তিনি বলেও জানালেন।

রবিবার রাত থেকেই তারকেশ্বরের পিয়াসারা এলাকায় লাগাতার পোস্টার পড়ছে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকির বিরুদ্ধে। যা নিয়ে পীরজাদার অভিযোগ, ‘তৃণমূলের তোলাবাজ কিছু নেতা এই ঘটনা ঘটাচ্ছে, মুখ্যমন্ত্রীকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানব।’

গত শনিবার ওই এলাকায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ওই অনুষ্ঠান থেকেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসা করতে গিয়ে এলাকার বেশ কয়েক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে ‘তোলাবাজ’ বলে তোপ দাগেন পীরজাদা ত্বহা সিদ্দিকি। আর তারপরই রবিবার পিয়াসারা এলাকায় তাঁর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা। যদিও এই পোস্টার লাগানোর দায় কেউ স্বীকার করেননি। কিন্তু ত্বহা ফের অভিযোগ করেছেন তৃণমূলেরই একাংশের দিকে।

এদিকে রবিবারই এলাকায় পুলিশ গিয়ে সমস্ত পোস্টার তুলে দিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। কিন্তু সোমবার ফের একই ধরনের পোস্টার দেখা গিয়েছে পিয়াসারার বিভিন্ন এলাকায়। সেই পোস্টারে লেখা আছে, ‘বিজেপির থেকে ভয়ঙ্কর তৃণমূল ত্বহা সিদ্দিকি।’ তার সঙ্গে বহু পুরনো একটি সংবাদপত্রে প্রকাশিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ত্বহা সিদ্দিকির একটি বিবৃতি-ও ছাপানো হয়েছে।

এদিকে পীরজাদা ত্বহা সিদ্দিকির অভিযোগ, এলাকায় কিছু সুবিধাবাদী তৃণমূল নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। যারা দিনে তৃণমূল করে রাতে বোমা তৈরি করে। এলাকার দু’ একজন তোলাবাজ তৃণমূল নেতা এই ঘটনার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, যারা দিনে তৃণমূল আর রাতে বিজেপি করে।’

যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায় জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

উল্লেখ্য বেশ কিছুদিন আগে হুগলির স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগ তুলেছিলেন ত্বহা সিদ্দিকি। এনিয়ে হুগলি রুরালের পুলিশ সুপার আইপিএস অমনদীপের কাছে অনুরোধও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই কথা বলতে দেখা যায় ত্বহাকে। যার ভিত্তিতে গ্রেফতার-ও হন তৃণমূলের আরামবাগের কিষান ক্ষেতমজুর সেলের অঞ্চল সভাপতি বাবুল পণ্ডিত। আরও পড়ুন: কাটমানি-তে ‘না’, দেড় বছর ধরে ঘরই পেলেন না বারেক আলি!