Dog: ২ দিনে ২৫ জনকে কামড়েচ্ছিল, পাগলা কুকুরকে পিটিয়ে মারল এলাকাবাসী

Uttarpara: জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বালি খালসংলগ্ন টোটো স্ট্যান্ড,কলেজ বাস স্ট্যান্ড,শিবনারায়ণ রোড এলাকায় দু'দিনে প্রায় ২৫ জন কুকুরের কামরে আহত হন। কার্যত স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটো-টোটো ধরার জন্য যাত্রীদের তাড়া করে কামরাচ্ছিল একটি কালো রঙের কুকুর।

Dog: ২ দিনে ২৫ জনকে কামড়েচ্ছিল, পাগলা কুকুরকে পিটিয়ে মারল এলাকাবাসী
২৫ জনকে কামড় Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2024 | 6:54 PM

উত্তরপাড়া: একটি পাগলা কুকুরকে পিটিয়ে মারা হল। জানা যাচ্ছে, দু’দিনে প্রায় ২৫ জন কামড়ে দিয়েছে কুকুরটি। এরপরই পাগলা কুকুরকে মারা হল মিটিয়েছে। উত্তরপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বালি খালসংলগ্ন টোটো স্ট্যান্ড,কলেজ বাস স্ট্যান্ড,শিবনারায়ণ রোড এলাকায় দু’দিনে প্রায় ২৫ জন কুকুরের কামরে আহত হন।

কার্যত স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অটো-টোটো ধরার জন্য যাত্রীদের তাড়া করে কামড়াচ্ছিল একটি কালো রঙের কুকুর। গতকাল সন্ধ্যায় এক সঙ্গে দশ জনকে কামড় দেয় কুকুরটি। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে একটি কালো কুকুর মানুষ দেখলেই তেড়ে যাচ্ছিল। গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁচিশ জনকে আক্রমণ করে।পরে কুকুরটিকে পিটিয়ে মারা হয় বলে জানা গিয়েছে।

সত্যবান সাহা নামে এক টোটো চালক জানান, “গতকাল আমাদেরই এক টোটো চালককে কামড়েচ্ছে।তারপর দশ জন কামড়ে দিয়েছে। আহতদের উত্তরপাড়া হাসপাতালে ও স্থানীয় নার্সিংহোমে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য।” এ প্রসঙ্গে পুরসভার কাউন্সিলরকে ফোন করে ঘটনার কথা জানান বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর সুব্রত মুখোপাধ্যায় জানান, “পুরসভার কুকুর ধরার পরিকাঠামো নেই। প্রাণী স্বাস্থ্য দফতর বিষয়টি দেখে।”