AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam: ‘নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে’, হঠাৎ কেন এ কথা বললেন মাধ্যমিকে নবম তানাজ?

Madhyamik Exam: ছোট থেকেই মেধাবী তানাজ ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। নিজেই বললেন সে কথা। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তেও খুবই ভাল লাগে তাঁর। শিখছে আঁকা। সঙ্গে চলছে যোগা, ক্যারাটে।

Madhyamik Exam: ‘নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে’, হঠাৎ কেন এ কথা বললেন মাধ্যমিকে নবম তানাজ?
তানাজ সুলতানাImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 02, 2025 | 6:21 PM
Share

হুগলি: মেয়েরা সুরক্ষিত নয়,পড়াশোনার পাশাপাশি নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে হবে এমনটাই মত মাধ্যমিকে নবম স্থানাধিকারী তানাজ সুলতানার। মাধ্যমিকে প্রথম দশে জায়গায় পেয়েছেন ৬৬ জন। সেই তালিকাতেই রয়েছে জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৮৭। এক থেকে দশের মধ্যে লিস্টে থাকা মেধা তালিকায় সংখ্যালঘু ছাত্রী হিসাবে প্রথম তানাজ। 

ছোট থেকেই মেধাবী তানাজ ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। নিজেই বললেন সে কথা। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তেও খুবই ভাল লাগে তাঁর। শিখছে আঁকা। সঙ্গে চলছে যোগা, ক্যারাটে। কিন্তু ক্যারাটে কেন? প্রশ্ন শুনে তানাজের সাফ জবাব, মেয়েরা সুরক্ষিত নয়, তাই নিজের সুরক্ষার জন্য নিজেদেরই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একই মত মা-বাবারও। অকপটেই বলছেন, সব সময়ই তাঁদের ‘ফুল সাপোর্ট’ থাকছে। 

তালিকাতেই রয়েছেন হুগলির আরও এক কৃতী। হুগলির খন্যানের ইটাচুনা মাখালডি গ্রামে বাড়ি দীপ্তজিৎ ঘোষ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে ফেলেছে। প্রাপ্ত নম্বর ৬৯১। বাবা তরুণ কুমার ঘোষ প্রাইভেট পড়ান। চাষের কাজও করেন। মা দিপালী ঘোষ গৃহশিক্ষকতা করেন। সন্তানদের দারুণ সাফল্য়ে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।