Domjur: শাবল-হাতুড়ি দিয়ে ভাইকে মারল ভাইয়েরা! নেপথ্যে সম্পত্তি-বিবাদ

Howrah: এলাকার লোকজনের কথায়, বড় বিপদ ঘটে যেতে পারত। প্রথমে সোমনাথকে উদ্ধার করে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় রক্তে ভাসছিলেন তিনি। তবে সেখানকার চিকিৎসকরা বিশেষ কিছুই করতে পারেননি।

Domjur: শাবল-হাতুড়ি দিয়ে ভাইকে মারল ভাইয়েরা! নেপথ্যে সম্পত্তি-বিবাদ
অভিযুক্তদের গ্রেফতারির দাবি এলাকাবাসীর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 12:02 AM

হাওড়া: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টার অভিযোগ দুই দাদার বিরুদ্ধে। ডোমজুড় থানা এলাকার ঘটনা। উত্তর মৌরি সর্দার পাড়া এলাকা। সেখানকার বাসিন্দা সোমনাথ রায়ের সঙ্গে দুই ভাই শান্তনু রায় ও শেখর রায়ের বহুদিন ধরেই বিবাদ বলে অভিযোগ। ভাইয়েরা আলাদা থাকলেও প্রায়শই ঝামেলা হয়। অভিযোগ, বৃহস্পতিবার শাবল দিয়ে সোমনাথের মাথায় আঘাত করেন শেখর ও শান্তনু। এমনকী শাবলের আঘাতে অচেতন হয়ে সোমনাথ মাটিতে পড়ে গেলেও তখনও শাবল দিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযোগ দায়ের হয়েছে ডোমজুড় থানায়। এদিকে ঘটনার পর থেকেই এলাকাছাড়া অভিযুক্তরা।

পুলিশ সূত্রে খবর, সোমনাথ রায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে শান্তনু রায় ও শেখর রায়ের ঝামেলা চলছিল। এরপরই বৃহস্পতিবারের ঘটনা। প্রত্যক্ষদর্শী মোনালিসা মান্না বলেন, “আমার ছোড়দা সোমনাথ রায়। ও কাজে যাচ্ছিল সকালে। শেখর রায়, শান্তনু রায় হাতে হাতুড়ি, শাবল নিয়ে এসে দাঁড়ায়। এরপরই শাবল দিয়ে ওর মাথায় মারে। ও পড়ে যায়। মেরে ফেলাই ওদের উদ্দেশ্য ছিল। একটা মানুষ পরে গিয়েছে, তারপরও শাবল দিয়ে মেরে গিয়েছে।”

এলাকার লোকজনের কথায়, বড় বিপদ ঘটে যেতে পারত। প্রথমে সোমনাথকে উদ্ধার করে ডোমজুড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় রক্তে ভাসছিলেন তিনি। তবে সেখানকার চিকিৎসকরা বিশেষ কিছুই করতে পারেননি। এতটাই আশঙ্কাজনক যে পিজিতে স্থানান্তরিত করা হয়। মোনালিসা জানান, মাথা ফেটে যাওয়ার পাশাপাশি চোয়ালও ভেঙে যায়।