Howrah Bus Stand: তোলা চাই! বাস অফিসে তালা লাগানোর অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

Howrah: জানা গিয়েছে, হাওড়া ময়দানের ২৪ এ ১ বাসস্ট্যান্ড। এখানে প্রতিদিন হাওড়া ময়দান মুকুন্দপুর রুটে ৩৭টি বাস চলে। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার বাসও চালানো হয়। মালিকদের অভিযোগ, পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম এবং তাঁর দলবল জোর করে স্ট্যান্ডের স্টাটার রুমে তালা ঝুলিয়ে দিয়েছে।

Howrah Bus Stand: তোলা চাই! বাস অফিসে তালা লাগানোর অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
বাস অফিসে ঝুলল তালাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 4:04 PM

হাওড়া: বাস সিন্ডিকেটের অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলর এবং তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান এর কাছে বাসস্ট্যান্ডে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, হাওড়া ময়দানের ২৪ এ ১ বাসস্ট্যান্ড। এখানে প্রতিদিন হাওড়া ময়দান মুকুন্দপুর রুটে ৩৭টি বাস চলে। পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার বাসও চালানো হয়। মালিকদের অভিযোগ, পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম এবং তাঁর দলবল জোর করে স্ট্যান্ডের স্টাটার রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। তারপর মালিকদের কাছ থেকে টাকা চাইছেন। তাদের আরো অভিযোগ বাসস্ট্যান্ডে নানা ধরনের মদ গাঁজা বিক্রি ছাড়াও অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন প্রাক্তন কাউন্সিলের লোকজন।

গোটা বিষয়টি নিয়ে বাস মালিকরা লিখিতভাবে হাওড়া সিটি পুলিশের কমিশনার এবং গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। তবে মহম্মদ রুস্তম নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বাস মালিকরা বেআইনিভাবে স্ট্যান্ডে বাস রাখছেন। রাস্তায় বাস চালানোর অনুমতি থাকলেও ওখানে বাস রাখার অনুমতি নেই। ওটা হাওড়া পুরসভার জায়গা। অফিসে তালা মেরে দিয়েছি।” হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন, “বাস স্ট্যান্ডটি হাওড়া পুরসভার জমির উপর কি না তা খতিয়ে দেখা হবে। আর বাস মালিকরা যে ওখানে বাস রাখছেন সে ব্যাপারে অনুমতি আছে কি না তাও খতিয়ে দেখা হবে। যে কাজে মানুষের অসুবিধা হয় সেই কাজ একজন তৃণমূল কংগ্রেস কর্মীর তা করা উচিত নয়।”