Howrah Station: চরম দুর্ভোগ! সাত সকালে হাওড়ার মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল, আবার কী হল?

Howrah Station: রেল সূত্রে খবর, আজ সকাল ৭টা বেজে ১০ মিনিট নাগাদ শেওড়াফুলি স্টেশন থেকে একটি খালি লোকাল ট্রেন আসছিল হাওড়ার উদ্দেশ্যে। আচমকাই সেটি লাইনচ্যুত হয়ে যায়। লিলুয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। এর জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এরপরই শুরু হয় সমস্যা।

Howrah Station: চরম দুর্ভোগ! সাত সকালে হাওড়ার মেইন লাইনে বন্ধ ট্রেন চলাচল, আবার কী হল?
দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2024 | 8:57 AM

হাওড়া: রেমালের জেরে সোমবারই একাধিক ট্রেন বাতিলের খবর এসেছিল। বিশেষ করে শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিলের খবর প্রকাশ্যে আসে। পরে সময় গড়াতে তা আবার স্বাভাবিক হয়। কিন্তু এর জেরে যাত্রী দুর্ভোগ ছিল চরমে। কিন্তু সেই দুর্ভোগের ছবি মঙ্গলবারও অব্যাহত। সকালবেলাই খবর আসছে পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত হয়েছে পরিষেবা। ডাউন লাইনেও বন্ধ ট্রেন চলাচল। একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় এই বিপত্তি।

রেল সূত্রে খবর, আজ সকাল ৭টা বেজে ১০ মিনিট নাগাদ শেওড়াফুলি স্টেশন থেকে একটি খালি লোকাল ট্রেন আসছিল হাওড়ার উদ্দেশ্যে। আচমকাই সেটি লাইনচ্যুত হয়ে যায়। লিলুয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। এর জেরে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। এরপরই শুরু হয় সমস্যা। লাইনচ্যুত ট্রেনটির জন্য ব্যাহত হয় বাকি ট্রেন চলাচল। তবে দ্রুত সেটিকে সরানোর কাজ শুরু করে দিয়েছেন রেলের উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা।

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “সকাল ৭.১০ নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। যার জেরে ট্রেন চলাচল ব্যাহত। ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। লাইনচ্যুত কামরা তোলার কাজ শুরু হয়েছে।”