Howrah: মুম্বই থেকে মামাবাড়িতে এসেছিল, পাড়া থেকেই নিখোঁজ কিশোরী
Howrah: মুম্বইয়ের বাসিন্দা ওই কিশোরী মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়েছে। কিন্তু কোনও খবর মেলেনি।

হাওড়া: মুম্বই থেকে মামার বাড়ি এসে নিখোঁজ কিশোরী। তাঁকে অপহরণের অভিযোগ ওঠে। হাওড়ার মালিপাঁচঘরা থানা এলাকার বাঁধাঘাটের কিষাণ লাল বর্মন রোড থেকে ১৪ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়ে যায়। অপহরণের অভিযোগে পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অপহরণের মামলা শুরু করে তদন্ত করছে। তবে এখনও পর্যন্ত ওই কিশোরীর কোনও হদিশ পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ওই কিশোরী মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, সম্ভাব্য সমস্ত জায়গাতেই খোঁজ করা হয়েছে। কিন্তু কোনও খবর মেলেনি।
এই ঘটনার বিষয়ে ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর অপহরণের মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। রাস্তার ধারে লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই কিশোরী হেঁটে যাচ্ছে। কোন দিকে হেঁটে যাচ্ছে, সেই দিকটা খতিয়ে দেখে স্থানীয় দোকানি, বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ। পার্শ্ববর্তী স্টেশনগুলিতেও খোঁজ নেওয়া হচ্ছে।

