Job Seekers Protest: যোগ্য বা অযোগ্য নয়, নবান্নে মমতার সঙ্গে দেখা করতে গিয়ে ২০১৬-র উত্তীর্ণ এইসব চাকরিপ্রার্থীরা এবার আটক
Howrah: এরপর এ দিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গার্ডরেল সরিয়ে তাঁরা জোর করে নবান্নে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের আটক করে। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেন তাঁরা।

শিবপুর (হাওড়া): প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিল নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি। সেই সময় আবার শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরিপ্রার্থীরা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাতে এসে পুলিশের হাতে আটক একাধিক। সোমবার দুপুরে ১৯ জন চাকরিপ্রার্থীকে আটক করেছে শিবপুর থানার পুলিশ।
এই সকল চাকরিপ্রার্থীরা কেন এসেছিলেন? জানা গিয়েছে, আগামিকাল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি আছে। ওই মামলায় সুপার নিউমারিক পোস্টের বাইরে শারীর শিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক পদের চাকরি প্রার্থীদের দাবি যাতে রাজ্য সরকার তোলে তা জানাতেই তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন।
এরপর এ দিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে গার্ডরেল সরিয়ে তাঁরা জোর করে নবান্নে ঢোকার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের আটক করে। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় পাশ করেন তাঁরা। এরপর ২০২২ সালে রাজ্য সরকার তাঁদের চাকরির সুপারিশ পত্র দেয়। একমাস হয়ে গেলেও এখনো পর্যন্ত তাঁরা হাতে নিয়োগপত্র পায়নি। তারা ওয়েটিং লিস্টে রয়ে গিয়েছেন। সেই কারণে অবিলম্বে তাঁরা চাকরির দাবি করেছেন। আটক চাকরিপ্রার্থী মহম্মদ সলমন শেখ বলেন, “আমরা শারীর শিক্ষা ও কর্মশিক্ষার প্রার্থী। আমাদের তো প্যানেলে কোনও দুর্নীতি নেই। সিবিআই-ও নেই। তাহলে এখনও কেন নিয়োগ নেই? আমরাও ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলাম।”





