Howrah: স্ত্রী’র প্রেমিকের দোকানের ওষুধ খেয়েই বিকল হচ্ছিল হার্ট-কিডনি, নাসিমের মৃত্যুতে উঠল ভয়াবহ অভিযোগ
Howrah: মোবাইলে তোলা ওষুধের ছবি দেখে চিকিৎসকরা চমকে যান। জানা যায়, ওই ওষুধ খাওয়ার ফলেই নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হতে শুরু করেছে। শুক্রবার মৃত্যু হয় নাসিমের। এরপরই উত্তাল হয় গোটা এলাকা।
হাওড়া: ভুল ওষুধে আস্তে আস্তে বিকল হচ্ছিল কিডনি, হার্ট! চিকিৎসকরাই জানিয়েছিলেন সে কথা। শেষ পর্যন্ত মৃত্যু। আর তারপরই উঠল ভয়াবহ অভিযোগ। স্ত্রীর প্রেমিকের ষড়যন্ত্রের জেরেই কি এই মৃত্যু? এমনই প্রশ্ন উঠছে হাওড়ার ঘটনায়।
বাঁকড়া মুন্সীডাঙা সর্দার পাড়ার পোশাক ব্যবসায়ী নাসিম সরদার। সম্প্রতি তাঁর স্ত্রী’র সঙ্গে এলাকার এক ওষুধ দোকানের মালিক শেখ মোরসেলেমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে ওই ওষুধ দোকানের পাশেই ডাক্তারের চেম্বার ছিল। নাসিম সরদার দেখানেই চেক আপের জন্য গিয়েছিলেন।
চিকিৎসককে দেখানোর পর নাসিমের স্ত্রী ওষুধের দোকান থেকে ওষুধ আনতে গেলে দোকানের মালিক এক কর্মচারীর হাত দিয়ে ওষুধ পাঠায়। সেই ওষুধ খেয়ে কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসিম। নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান দীর্ঘদিন ধরে ভুল ওষুধ খাওয়ার ফলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নাসিম।
মোবাইলে তোলা ওষুধের ছবি দেখে চিকিৎসকরা চমকে যান। জানা যায়, ওই ওষুধ খাওয়ার ফলেই নাসিমের কিডনি এবং হৃদযন্ত্র খারাপ হতে শুরু করেছে। শুক্রবার মৃত্যু হয় নাসিমের। অভিযোগ, ওই ভুল ওষুধ খাওয়ানোতেই মৃত্যু হয়েছে তাঁর।
শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ স্থানীয় বাসিন্দারা নাসিমকে কবর দিয়ে ফেরার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা মোরসেলেমের বাড়ি এবং ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ এবং র্যাফ। পুলিশের পদস্থকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পলাতক প্রেমিক শেখ মোরসেলেম। এই ঘটনায় গতরাতেই নাসিমের স্ত্রী’কে আটক করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।