VIDEO: ‘আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি’, হাতাহাতির পর গাইলেন মনোজ
Howrah Carnival: শিল্পী অনুপম রায়ের জনপ্রিয় গান এটি। শ্রোতাদের কাছে এ গান হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টার গান। সেই গানই বৃহস্পতিবার কার্নিভাল কাজিয়ার মাঝে শোনালেন মনোজ তিওয়ারি। 'সব পেলে নষ্ট জীবন'-এর গান শুনিয়ে কী বার্তা দিলেন মন্ত্রীমশাই?
হাওড়া: হাওড়া কার্নিভালে শাসক কোন্দল। একেবারে হাতাহাতির জায়গায় পৌঁছয় তা। ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি একেবারে তেড়ে যান হাওড়া পুরনিগমের প্রশাসক সুজয় চক্রবর্তীর দিকে। মন্ত্রীর হাত ওঠে প্রশাসকের গায়ে। যদিও পরে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় একই মঞ্চে বসতে দেখা যায় মনোজ ও সুজয়কে। আর মঞ্চে উঠে গান ধরেন শিবপুরের বিধায়ক। তাও আবার ‘আমাকে আমার মতো থাকতে দাও’।
শিল্পী অনুপম রায়ের জনপ্রিয় গান এটি। শ্রোতাদের কাছে এ গান হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টার গান। সেই গানই বৃহস্পতিবার কার্নিভাল কাজিয়ার মাঝে শোনালেন মনোজ তিওয়ারি। ‘সব পেলে নষ্ট জীবন’-এর গান শুনিয়ে কী বার্তা দিলেন মন্ত্রীমশাই?
এ নিয়ে মনোজকে জিজ্ঞাসা করা হলে, তাঁর জবাব, “গানের পিছনে কী অর্থ সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা গানের যা ব্যাখ্যা করবেন করুন। কিন্তু আমার গানটা ভাল লাগে।” আর পাশে বসে অরূপ বিশ্বাসের সংযোজন, “মনোজ যেটা করেছে সেটা আসলে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়কও। যেহেতু কার্নিভালের মঞ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। তাই শুরুটা গান দিয়ে করল।” আর সুজয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার গানের গলা ভাল না। দেখছেন না, গলা পুরো বসে গিয়েছে।”
এদিনের গোলমাল নিয়ে সুজয় চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সব রোগের চিকিৎসা আউটডোরে হয় না। রোগীকে মাঝে মাঝে অ্যাডমিশনও করতে হয়। এক্ষেত্রে অ্যাডমিশনের মতো কেস হয়েছিল। পেসেন্টকে অ্যাডমিট করতে হল। আমি গতকাল দেখেছিলাম আমি ব্যক্তিগতভাবেই নিরাপদ নই। তাই তাৎক্ষণিক সিদ্ধান্তে মেলা বন্ধ রাখতে হয়েছিল। এখন সব দ্বন্দ্ব মিটে গেছে। পার্কিংয়ের দায়িত্বে হাওড়া পুলিশ কমিশনারেট।”