SIR শুনানি চলাকালীন প্রৌঢ়ের মৃত্যু, ফের তৃণমূলের কাঠগড়ায় সেই কমিশন
SIR in Bengal: স্থানীয় সূত্রে খবর, শুনানি কেন্দ্রে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই বৃদ্ধ। দ্রুত তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।

হাওড়া: একদিন আগেই এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর এসেছিল নন্দীগ্রাম থেকে। এবার এসআইআর (SIR) শুনানিতে অংশ নিতে গিয়ে ফের মৃত্যুর খবর এল লিলুয়া থেকে। মৃত ব্যক্তির নাম মদন ঘোষ (৬৫)। তিনি লিলুয়া চকপাড়ার বাসিন্দা। ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ২৩৫ নম্বর বুথের ভোটার ছিলেন বলে জানা যাচ্ছে। শুক্রবার বালি জগাছা ব্লকের কোনা বিডিও অফিসে সপরিবারে শুনানিতে গিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, শুনানি কেন্দ্রে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই বৃদ্ধ। দ্রুত তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। যান ডোমজুড় কেন্দ্রের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি। শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁরা এই ঘটনার জন্য সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষকে এভাবে হয়রানি করার ফলেই এই মর্মান্তিক পরিণতি। এই পুরো ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে বলেও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন।
সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পুরোদমে তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতারা এই ঘটনাকে ‘বিজেপির চক্রান্ত’ বলে অভিহিত করেছেন। তাঁদের দাবি, ভোটার তালিকায় সংশোধনের নামে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। এর ফলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যার বলি হলেন মদন ঘোষের মতো সাধারণ মানুষ। তৃণমূলের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। জনবহুল বিডিও অফিসে এই ধরণের পরিস্থিতির মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা বা পরিকাঠামো কেন ছিল না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নও উঠতে শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।
