Howrah Drawn: সাঁকরাইলে গঙ্গা-স্নানে নেমে তলিয়ে গেল ৩ জন
Howrah Drawn Case: জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে তিনবন্ধু খেলা শেষে গঙ্গায় স্নান করতে নামে। আচমকাই তিনজনই তলিয়ে যায়। এর মধ্যে একজনকে মাঝির সাহায্যে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু'জন নিখোঁজ। জানা গিয়েছে, তাদের বাড়ি সাঁকরাইলের হনুমানতলা এলাকায়।
হাওড়া: খেলার পর গঙ্গায় স্নানে নেমেছিল তিন বন্ধু। তবে জলের স্রোতের নিজেদের আর ধরে রাখতে পারল না। তলিয়ে গেল তিনজন। একজন কোনও ক্রমে উদ্ধার হলেও বাকি দু’জনের খোঁজে নেমেছে ডুবুরি। হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জ গঙ্গাঘাটের ঘটনা।
জানা গিয়েছে, সোমবার বিকেলের দিকে তিনবন্ধু খেলা শেষে গঙ্গায় স্নান করতে নামে। আচমকাই তিনজনই তলিয়ে যায়। এর মধ্যে মন্টু সিং নামে একজনকে মাঝির সাহায্যে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু’জন অর্থাৎ প্রিয়াংশু সিং ও বিনীত সিং এখনও নিখোঁজ। জানা গিয়েছে, তাদের বাড়ি সাঁকরাইলের হনুমানতলা এলাকায়।ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশির কাজ।
ওই সংশ্লিষ্ট গ্রামের উপ প্রধান বিশ্বজিৎ মণ্ডল বলেন, “হনুমান তলার দুটি ছেলে গঙ্গায় স্নানে গিয়েছিল। তাদের মধ্যে একজনকে পাওয়া গেলেও বাকি দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ তল্লাশি চালাচ্ছে। কলকাতা থেকে ডুবুরি নিয়ে আসা হয়েছে।” এলাকার নির্বাচিত প্রতিনিধি সুমিত কুমার চৌধুরী বলেন, “সাঁকরাইল থানার আইসি সকাল থেকেই এখানে রয়েছেন। যেহেতু জোয়ার চলছে সেই কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেলে ভাটা পড়লে আবার তল্লাশি শুরু হবে। আমরা সকলে মিলেই চেষ্টা।”