Madan Mitra: দুর্গা পুজোর থিম মদন মিত্র, বিধায়কের জুতো-সানগ্লাসে সাজবে মণ্ডপ
Madan Mitra: মদন নিজেই এই থিমের বিষয়ে ব্যাখ্যা করেছেন। মদন অবশ্য নিজেকে পূজার থিম হিসেবে না দেখে পূজারীর ভূমিকায় দেখছেন।
কলকাতা: রাজনৈতিক জীবনেই আর সীমাবদ্ধ নেই মদন মিত্র। বিধায়ক এখন টলি ছবির অভিনেতাও বটে। তাঁর সাজ-পোশাক অনেক সময়ই হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিয়ো-তে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। উৎসব-অনুষ্ঠানে মেতে থাকতে দেখা যায় তাঁকে। তিনি যে বেশ ‘কালারফুল’, সে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার সেই মদন মিত্র নিজেই দুর্গাপুজোর থিম! মাতৃপ্রতিমার পায়ের কাছে থাকবে মদন মিত্রের মূর্তি। তাঁর ব্যবহার করা সানগ্লাস, নাগরা জুতোয় সাজানো হবে প্যান্ডেল। এমনই পরিকল্পনা করেছে হাওড়ার লিলুয়ায় একটি উদ্যোক্তারা। যদিও মদন নিজে নিজেকে পূজারী বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
হাওড়ার লিলুয়ার সোশ্যাল ইনস্টিটিউশন অব ইয়ুথ নামে এক পুজো কমিটি এবার মদন মিত্রকে থিম হিসেবে রেখে তাদের ৩৩ তম দুর্গাপূজার পরিকল্পনা করেছেন। সেখানে মদন মিত্রকে একজন জমিদার হিসেবে দেখানো হবে, যিনি নিজের বাড়িতে দুর্গাপুজো করছেন। এটাই মূল থিম। থিমের অঙ্গ হিসেবে থাকবে মদন মিত্রের ব্যবহার করা ধুতি-পাঞ্জাবি, নাগরাই জুতো, সানগ্লাস।
বৃহস্পতিবার খুঁটি পুজোর দিন নিজে উপস্থিত ছিলেন মদন মিত্র। তিনি নিজেই এই থিমের বিষয়ে ব্যাখ্যা করেছেন। মদন অবশ্য নিজেকে পূজার থিম হিসেবে না দেখে পূজারীর ভূমিকায় দেখছেন।
তিনি বলেন, “এখানে মদন মিত্র দেবতা হিসেবে আসেনি। পূজারীর বেশে এসেছে। এখানে মদন মিত্রের নয়, প্রতি-মার পুজো হবে। কারণ প্রত্যেক মায়ের ভিতরেই রয়েছে প্রতিমা। আমি একজন সদস্য হিসেবে নাম লিখিয়েছি। যাতে কেউ না ভাবে যে আমার পুজো করা হচ্ছে।”