West Bengal Panchayat Election 2023: নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
West Bengal Panchayat Election 2023: রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুর। সেখানে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শেখ শফিকুল ইসলাম।
জগৎবল্লভপুর: ভোটের পরের দিনও অব্যাহত হিংসা। হাওড়ার জগৎবল্লভপুরে নির্দল প্রার্থীর ভাইয়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা ব্যালট বক্স ছিনতাইয়ের অভিযোগ তুলল শাসকদল।
রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুর। সেখানে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন শেখ শফিকুল ইসলাম। এখান থেকেই তৃণমূল ও নির্দলদের মধ্যে ঝামেলার সূত্রপাত। শনিবার অর্থাৎ ভোটের দিন রাত্রি ১২টা নাগাদ শফিকুলের ভাইয়ের বাড়িতে হামলা চালায় তৃণমূল। অভিযোগ, মহিলাদের গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। প্রাণ বাঁচাতে ওই নির্দল প্রার্থীর পরিবার আশ্রয় নেয় জগৎবল্লভপুর থানায়।
এতে হল না রেহাই। অভিযোগ, আজ (৯ জুলাই) ভোর পাঁচটা নাগাদ ফের শফিকুলের বাড়িতে আসেন তৃণমূলের দলবল। বাড়িতে কাউকে না পেয়ে তাঁর ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যার জেরে পুড়ে যায় দু’টি বাইক ও ঘরে থাকা কিছু আসবাবপত্র।
যদিও, গোটা ঘটনাই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এটা অন্তর্কলহের ফল।তাদের পাল্টা অভিযোগ গতকাল ভোট মিটে গেলে ব্যালট বক্স ছিনতাই করার চেষ্টা চালায় ওই নির্দল প্রার্থী এবং তাঁর অনুগামীরা।