Jalpaiguri Death: রাক্ষুসে লরিটা কেড়ে নিল ৪ জনের প্রাণ, কীর্তন শুনে ফেরার পথে মর্মান্তিক পরিণতি

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 06, 2023 | 2:14 PM

Jalpaiguri: সূত্রের খবর, রবিবার গভীর রাতে কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত একটি স্থানে কীর্তনের আসর বসেছিল।

Jalpaiguri Death: রাক্ষুসে লরিটা কেড়ে নিল ৪ জনের প্রাণ, কীর্তন শুনে ফেরার পথে মর্মান্তিক পরিণতি
পথ দুর্ঘটনা কাড়ল প্রাণ (নিজস্ব চিত্র)

Follow Us

জলপাইগুড়ি: মর্মান্তিক! কীর্তন দেখে ফেরার পথে আর বাড়ি ফেরা হল না। পথেই দুর্ঘটনা শিকার। প্রাণ গেল ৪ জনের। গুরুতর অসুস্থ আরও তিনজন। দুর্ঘটনাগ্রস্তরা সকলেই কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত একটি স্থানে কীর্তনের আসর বসেছিল। সেই আসরেই যোগদান করেন ৭ জন। এরপর কীর্তন শেষ করে বাড়ি ফেরার পথে রওনা দেন তাঁরা। একটি টোটোতে ওঠেন। জানা গিয়েছে, সাতজনের মধ্যে তিনজন শিশু উপস্থিত ছিল সেখানে।

স্থানীয় সূত্রে খবর, অন্ধকার রাস্তা ধরে টোটোটি যাচ্ছিল। সেই সময় উল্টোদিক থেকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় টোটোটির। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। তৎক্ষনাত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। মারাত্মক জখম অবস্থায় ছ’জনকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। সেখানে আসার পর আরও ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন মারা গিয়েছেন। বাকি ৩ জনের চিকিৎসা চলছে।

মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, “আমার ননদ হয়। মারা গিয়েছে। এখানে আসার পর জানতে পেরেছি চারজন মারা গিয়েছে। ওরা কীর্তন শুনতে গিয়েছিল। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।”

Next Article