জলপাইগুড়ি: সুপার স্পেশালিটি হাসপাতালের শ্রমিক সংগঠন কার দখলে থাকবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চরমে। উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিক্যাল কলেজ তথা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। এই ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় পথ অবরোধ হয় মঙ্গলবার। দুই পক্ষ মিলিয়ে এক মহিলা মোট ৪ জন আহত হন। ঘটনাস্থলে ডিএসপি সমীর পালের নেতৃত্বে উপস্থিত হয় কোতয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে হাসপাতালে পৌঁছন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। জেলা সভাপতির সঙ্গে তুমুল কথা কাটাকাটি চলে তৃণমূল নেতা কৃষ্ণ দাসের।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন জেলা সভাপতি মহুয়া গোপ। পুলিশ সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও অনুরোধ জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি।
এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় মঙ্গলবার পথ অবরোধ করেছেন তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি-র কর্মীরা।
আইএনটিটিইউসি নেতা পূন্যব্রত মিত্র বলেন, ‘সারা বাংলা নামে সংগঠন তৃণমুল অনুমোদিত নয়। কিন্তু কৃষ্ণ দাস গায়ের জোরে সেই সংগঠন চালিয়ে যাচ্ছেন। আজ আমাদের কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র, লাঠি নিয়ে হামলা চালিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এদের শাস্তি চাই।’
তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, ‘আমরা বিগত ৭ বছর ধরে হাসপাতালে সংগঠন করে আসছি। আজ এখানে বৈঠক করতে এসেছিলাম। আমাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে।’
তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, সম্প্রতি এখানে আমাদের শ্রমিক সংগঠন শুরু হয়েছে। কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমাদের শ্রমিক সংগঠনের কয়েকজন আহত হয়েছেন। এই পরিস্থিতি কোনও ভাবে বরদাস্ত করা হবে না। পুলিশকে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করেছেন তিনি। বিষয়টি রাজ্য নেতাদের জানানো হয়েছে।
ডিএসপি হেড কোয়ার্টার সমীর পাল জানান, দুই শ্রমিক সংগঠনের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁরা। এখন পরিস্থিতি শান্ত।