Jalpaiguri: বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তৃণমূলকে নিশানা বাপির

Nileswar Sanyal | Edited By: Soumya Saha

Mar 06, 2023 | 11:00 PM

Bengal BJP: বাপি গোস্বামী এই বিষয়ে বলেন, 'তৃণমূল সরকার প্রতিদিনই পুলিশকে দিয়ে বিজেপির নেতা ও কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এটি তেমনই একটি মামলা।'

Jalpaiguri: বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তৃণমূলকে নিশানা বাপির
বাপি গোস্বামী

Follow Us

জলপাইগুড়ি: বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর (Bapi Goswami) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করল আদালত। ২০২১ সালের ২৯ মার্চ বিধানসভা নির্বাচনের আগে অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বাপি গোস্বামী এটিকে একটি মিথ্যা মামলা বলেই দাবি করছেন। তিনি এই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে বলেন, ‘তৃণমূল সরকার প্রতিদিনই পুলিশকে দিয়ে বিজেপির নেতা ও কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এটি তেমনই একটি মামলা। মানুষ সব জানে। আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে।’

উল্লেখ্য, উত্তরবঙ্গে বিজেপির দাপুটে নেতাদের মধ্যে অন্যতম বাপি গোস্বামী। জলপাইগুড়ি জেলার বিরোধী রাজনীতির পরিসরে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। এহেন বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি গোটা বিষয়টিকে রাজ্যে শাসক দলের একটি মিথ্যা মামলা বলে উড়িয়ে দিচ্ছেন। বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থার কথাও জানাচ্ছেন। তবে এই নিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অবৈধ জমায়েত সহ বেশ কিছু অভিযোগ উঠেছিল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বিরুদ্ধে। সেই সব মামলার শুনানি চলছিল জলপাইগুড়ি জেলা আদালতে। ওই মামলার সূত্রেই এদিন বাপি গোস্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল জলপাইগুড়ি আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাস। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। এখন দেখার বিষয়টি নিয়ে আগামী দিনে ঘটনা পরম্পরা কোন দিকে মোড় নেয়।

Next Article