AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ganesh Chaturthi: ভাবতে পারছেন! ১০৩ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা হয়ে গেল জলপাইগুড়িতে

Ganesh Chaturthi 2025: এই ক্লাবের পক্ষ থেকে এবার তৃতীয়‌ বর্ষের গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। শুরু হয়েছিল ১০১ কেজির লাড্ডু দিয়ে। এবার যেহেতু পুজো ৩ বছরে পা দিল তাই লাড্ডুর ওজন ১০৩ কেজি বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।

Ganesh Chaturthi: ভাবতে পারছেন! ১০৩ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা হয়ে গেল জলপাইগুড়িতে
লাড্ডু দেখতে নামল মানুষের ঢল Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 27, 2025 | 11:41 PM
Share

জলপাইগুড়ি: ঘিয়ে ভাজা ১০৩ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা! ভাবতে পারছেন! হ্যাঁ, এই ছবিই দেখা গেল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির পাণ্ডা পাড়া যুবশক্তি ক্লাবের গণেশ পুজোয় এবারের বিশেষ আকর্ষণ এই ১০৩ কেজি ওজনের বিশালাকার লাড্ডু। এর আগে ১০১ কেজির লাড্ডু ‌তৈরি করা হলেও এই প্রথম ১০৩ কেজির লাড্ডু দিয়ে বরণ করা হল সিদ্ধিদাতা গণেশকে। এত বড় মাপের লাড্ডু তৈরি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন কারিগররাও। 

গণেশ চতুর্থী উপলক্ষে গোটা দেশ দেশজুড়েই মহাসমারোহে চলল পুজো। গত কয়েক বছর ধরে জলপাইগুড়িতেও বেশ কয়েকটি বড়‌ মাপের‌ গণেশ পুজো হয়ে আসছে। এরমধ্যে প্রত্যেক বছরই নজর কাড়ছে জলপাইগুড়ির পাণ্ডা পাড়ার এই পুজো। 

এই ক্লাবের পক্ষ থেকে এবার তৃতীয়‌ বর্ষের গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। শুরু হয়েছিল ১০১ কেজির লাড্ডু দিয়ে। এবার যেহেতু পুজো ৩ বছরে পা দিল তাই লাড্ডুর ওজন ১০৩ কেজি বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। বড় গণেশ প্রতিমার‌ পাশাপাশি সুবিশাল এই লাড্ডু পুজো দেখতে নামল মানুষের ঢল। গণেশের ভোগের জন্য গত তিনদিন ধরে কাজু, কিশমিশ-সহ নানা উপাদান দিয়ে ১০৩ কেজি ওজনের ঘিয়ে ভাজা লাড্ডু তৈরি করেছেন কারিগররা। পুজো শেষে এদিন ভক্তদের মধ্যে সেই লাড্ডু বিতরণও করা হয়।