Jalpaiguri Elephant: দীর্ঘ অবহেলার পর দু’মাসের চিকিৎসায় আর সাড়া দিল না, ঠাঁয় দাঁড়িয়ে থাকা সেই হাতি চোখ বুজল আজ
Jalpaiguri Elephant: এক সময় অসুস্থ হাতিটিকে কুনকি হাতি এবং জেসিবি-এর সাহায্যে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করেন বনকর্মীরা।
জলপাইগুড়ি: টানা দু’মাসের বেশি সময়ের লড়াইয়ের শেষ মৃত্যু হল ডুয়ার্সের (Dooars ElephantK) নাথুয়া রেঞ্জের অন্তর্গত খেরকাটা জঙ্গলের অসুস্থ হাতিটির। শুক্রবার সকালে সেই হাতির মৃত্যু হয় বলে বনদফতর সূত্রে খবর। টানা এক মাসের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল হাতিটি। শরীরের পিছন অংশে প্রথমে ঘা হয়। তারপর দীর্ঘদিন চিকিৎসার অভাবে, সেখানে পচন শুরু হয়, আর তা থেকে পোকা হয়ে ছড়িয়ে পড়েছিল গোটা শরীরে। সেই খবর Tv 9 বাংলা তুলে ধরে এর পরেই অসুস্থ হাতিটিকে চিকিৎসার জন্য তৎপরতা শুরু করে বনদফতর। এক সময় অসুস্থ হাতিটিকে কুনকি হাতি এবং জেসিবি-এর সাহায্যে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যান নিয়ে যাওয়ার চেষ্টা করেন বনকর্মীরা।
পরবর্তীকালে সেই চেষ্টাও ব্যর্থ হয়। কারণ হাতিটি আসলে জঙ্গল থেকে যেতে চাইছিল না। যেদিন হাতিটিকে গরুমারা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আর সেদিন রাতেই সেই মাটিতে লুটিয়ে পড়ে দাঁড়িয়ে থাকতে না পেরে। এক মাসের বেশি সময় ধরেই একটানা দাঁড়িয়ে ছিল হাতিটি। এমনও দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকতে না পেরে গাছে দেহ হেলিয়ে দিয়েছিল হাতিটি। গাছের উপর ভর দিয়ে কখনওবা তিন পায়ে হাতিটি দাঁড়িয়েছিল। যন্ত্রণায় কাতরাতে থাকে হাতিটি, দুচোখ দিয়ে জল পড়তে দেখা যায়। গ্রামবাসীদের অনেকেই হাতিটিকে খাবার দেন, কয়েকজন সেবাও করেন। আবার অসুস্থ হাতিটি অনেকের ক্ষেত্রে সেলফি জোনেও পরিণত হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা না পেলেও গত দুমাসে এক টানা চেষ্টা করেছেন পশু চিকিৎসকরা। কিন্তু চিকিৎসায় সাড়া দিল না হাতিটি।
সেই হাতিটির সকালে মৃত্যু হয় নাথুয়া রেঞ্জের অন্তর্গত খেরকাটা জঙ্গলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জলপাইগুড়ি জেলা বনাধিকারিক, রেঞ্জার এবং পশু চিকিৎসকরা।